পটিয়ায় প্রায় দুইশজন ধর্মপ্রাণ মুসলমানকে বিনাপয়সায় হজ্ব করার সুযোগ দান করে নজীর সৃষ্টি করলেন জনাব সাইফুল আলম মাসুদ (প্রকাশ এস আলম) ।
একদিন তিনি সবাইকে দাওয়াদ দিয়ে তাদের ঘরে ডাকলেন, হজ্বযাত্রী সবাই উপস্থিত হল । সবার মাঝে তিনি এসে দাড়িয়ে বললেন “ আসসালামু আলাইকুম, আমি আপনাদের একটা অনুরোধ করব, আপনারা কাউকে খুশি হয়ে এক টাকা দিবেন না ! আমি আপনাদের জন্য সব টাকার ব্যবস্থা করে দিয়েছি । পটিয়া থেকে বিমানবন্দর, বিমানের ভাড়া, হোটেল , হোটেলে আসা যাওয়ার গাড়ি ভাড়া, মক্কা-মদিনার হোটেল এবং আসা যাওয়া গাড়ি ভাড়া, চিকিৎসা ও ডাক্তার খরচ, ইহরামের কাপড়, এমনকি কোরবানি করার দুম্বার টাকাও আমি দিয়ে দিয়েছি, সবার শেষে আপনাদেরকে বাড়িতে পৌছে দেওয়ার টাকাও দিয়ে দিয়েছি । আপনাদের হজ্ব করার সব দায়িদ্ব শাহ আমানত হজ্ব কাফেলাকে দিয়ে দিয়েছি । আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Friday, August 19, 2016
পটিয়ার ২০০ হাজীকে বিনা খরচে হজ্ব করার সুযোগ করে নজির সৃষ্টি করলেন এস আলম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment