Friday, August 19, 2016

বিশ্বের যত হাই-প্রফাইল বিয়ে !

হাই-প্রফাইল বিয়ে ১ .


ব্রুনাই সুলতান পুত্র  আব্দুল মালেক এবং আইটি বিশেষজ্ঞ  দায়াংকু রাবিয়াতুল আদাওইয়াহ পেনগ্রিয়ান হাজি বলকিয়াহ'র বিয়ে।

সোনায় মোড়ানো বিয়ে.....


0,,18385061_303,00 (1).jpgসোনার সিংহাসন


বর-কনের সিংসাহনটা পুরোপুরি সোনার তৈরি৷ সিংহাসনে সোনালী আলোয় যেন ঝিকমিক করছিল চারদিক৷

0,,18385049_303,00.jpgঅভিজাত অতিথিদের ভীড়


৬ হাজার গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বেশ কিছু দেশের রাজা-রানিরাও ছিলেন সেখানে৷

0,,18385021_303,00.jpgফুলের তোড়াও সোনার তৈরি!


আজকাল ফুলের তোড়া কাগজের ফুল দিয়েও হয় – এটা সবাই জানেন৷ কিন্তু সোনার ফুল দিয়েও যে হয় তা কি জানেন? ছবিতে এক অতিথির কাছ থেকে কনে যে তোড়াটি নিচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি সোনার তৈরি!

0,,18385073_303,00.jpgহীরে-চুনি-পান্নাখচিত সোনার জুতো


কনের জুতোটাও সাধারণ কোনো জুতো ছিলনা৷ মহামূ্ল্যবান সব পাথরে খচিত জুতোটিও সোনার তৈরি৷

0,,18385024_303,00.jpgদুলা-র আগমন


বিশাল হলরুমে প্রবেশ করেছেন ব্রুনাইয়ের সুলতানের ছেলে আব্দুল মালিক৷

0,,18385019_303,00.jpgসুলতানের দোয়া


বিয়ের আনুষ্ঠানিকতায় প্রত্যক্ষভাবেই অংশ নিয়েছেন সুলতান হাসানাল বলকিয়াহ৷ ছেলে আব্দুল মালিক যাতে সব আনুষ্ঠানিকতা ঠিকভাবে পালন করতে পারেন তা কাছ থেকেই দেখেছেন তিনি৷

0,,18385010_303,00.jpgবিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ


বিয়ের মূল অনুষ্ঠানটি হয়েছে এই ইস্তানা নুরাল ইমান প্রাসাদে৷ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের এই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ, বিশাল বিশাল স্নানাগার আছে ২৫৭টি আর সুইমিং পুল ৫টি৷

0,,18385104_303,00.jpg...এবং রাজকীয় ভোজন


বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া-দাওয়া৷ সেখানেও এলাহি কাণ্ড৷ মেনুতে কী কী ছিল তা শুনলে যে সবাই বিস্মিত হবেন তা বলাই বাহুল্য৷ ৬ হাজার রাজকীয় অতিথির জন্য স্মরণীয় করে রাখার মতো সব কিছুই পরিবেশিত হয়েছে ভোজন অনুষ্ঠানে৷

 

হাই-প্রফাইল বিয়ে ২ .


প্রিন্সেস ডায়ানা'র ছেলে প্রিন্স ওয়িলিয়াম ও ক্যাথেরিন মিড়ল্টনের বিয়ে ।

রাজকীয় বিয়ে...


The-Royal-Wedding-Photo-Album-491.jpg

800px-Royal_Wedding_London_Eye.jpgবিয়ের সন্ধ্যায় লন্ডন আই


 

On the evening of the wedding, the London Eye was lit in the colours of the Union Flag

1024px-William_and_Harry_enroute_to_the_abbey.jpg

Car_Marriage_Kate_Middleton_and_her_father.jpgবর-কনের লিমো-রোলস রয়েসে ভ্রমণ 


The groom traveled to the ceremony in a Bentley State Limousine with his brother and best man (top) and the bride in a Rolls-Royce Phantom VI Silver Jubilee Car with her father (bottom) 

























পাকিস্থানের ইতিহাসে সবচেয়ে বেশী আলোচিত-সমালোচিত হয় এই বিয়ে, টিভি অ্যাঙ্কররা এই বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত  অনুপঙ্খ বিশ্লেষণ করে।

54b3c180c3fe0.jpgঅতিথিদের সাথে বিয়ের দিনে এইভাবেই পোজ দিয়েছিলেন নব দম্পতি


 

imran-and-reham-Break-30-10-650x488.jpgবিয়ের ১০ মাসের মাথায় ইতি ঘটে এই হাই-প্রফাইল বিয়ের।


 

খ.


ক্রিকেট সেন্সেশান ইমরান খান ও বিলিয়নিয়র স্যার জেমস গোল্ডস্মিথের ্কন্যা জেমাইমা স্মিথের বিয়ে।

00CCC52800000190-2902781-Heiress_Jemima_Goldsmith_thanked_admirers_in_Pakistan_for_messag-a-30_1420765775189.jpg

1412208424573_wps_64_Pakistan_s_cricketer_turn.jpgবিয়ের পূর্বে প্যারিসে জেমাইমার ইসলাম গ্রহণ


301x400.jpgহ্যালো ম্যাগাজিনের প্রচ্ছদে


 

imran-khan-and-jemima-khan-weddings

imran-and-jemima-khan.jpg

Imran-Khan-with-his-first-wife-Jemima-Khan-centre-and-Princess-Diana.jpgপাকিস্থানি বিয়ে হলেও ফ্লেভার ছিল ব্রিটিশ রাজ পরিবারের



হাই-প্রফাইল বিয়ে ৪.


 

(চলবে ...)

2 comments: