হাই-প্রফাইল বিয়ে ১ .
ব্রুনাই সুলতান পুত্র আব্দুল মালেক এবং আইটি বিশেষজ্ঞ দায়াংকু রাবিয়াতুল আদাওইয়াহ পেনগ্রিয়ান হাজি বলকিয়াহ'র বিয়ে।
সোনায় মোড়ানো বিয়ে.....
সোনার সিংহাসন
বর-কনের সিংসাহনটা পুরোপুরি সোনার তৈরি৷ সিংহাসনে সোনালী আলোয় যেন ঝিকমিক করছিল চারদিক৷
অভিজাত অতিথিদের ভীড়
৬ হাজার গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বেশ কিছু দেশের রাজা-রানিরাও ছিলেন সেখানে৷
ফুলের তোড়াও সোনার তৈরি!
আজকাল ফুলের তোড়া কাগজের ফুল দিয়েও হয় – এটা সবাই জানেন৷ কিন্তু সোনার ফুল দিয়েও যে হয় তা কি জানেন? ছবিতে এক অতিথির কাছ থেকে কনে যে তোড়াটি নিচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি সোনার তৈরি!
হীরে-চুনি-পান্নাখচিত সোনার জুতো
কনের জুতোটাও সাধারণ কোনো জুতো ছিলনা৷ মহামূ্ল্যবান সব পাথরে খচিত জুতোটিও সোনার তৈরি৷
দুলা-র আগমন
বিশাল হলরুমে প্রবেশ করেছেন ব্রুনাইয়ের সুলতানের ছেলে আব্দুল মালিক৷
সুলতানের দোয়া
বিয়ের আনুষ্ঠানিকতায় প্রত্যক্ষভাবেই অংশ নিয়েছেন সুলতান হাসানাল বলকিয়াহ৷ ছেলে আব্দুল মালিক যাতে সব আনুষ্ঠানিকতা ঠিকভাবে পালন করতে পারেন তা কাছ থেকেই দেখেছেন তিনি৷
বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ
বিয়ের মূল অনুষ্ঠানটি হয়েছে এই ইস্তানা নুরাল ইমান প্রাসাদে৷ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের এই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ, বিশাল বিশাল স্নানাগার আছে ২৫৭টি আর সুইমিং পুল ৫টি৷
...এবং রাজকীয় ভোজন
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া-দাওয়া৷ সেখানেও এলাহি কাণ্ড৷ মেনুতে কী কী ছিল তা শুনলে যে সবাই বিস্মিত হবেন তা বলাই বাহুল্য৷ ৬ হাজার রাজকীয় অতিথির জন্য স্মরণীয় করে রাখার মতো সব কিছুই পরিবেশিত হয়েছে ভোজন অনুষ্ঠানে৷
হাই-প্রফাইল বিয়ে ২ .
প্রিন্সেস ডায়ানা'র ছেলে প্রিন্স ওয়িলিয়াম ও ক্যাথেরিন মিড়ল্টনের বিয়ে ।
রাজকীয় বিয়ে...
বিয়ের সন্ধ্যায় লন্ডন আই
On the evening of the wedding, the London Eye was lit in the colours of the Union Flag
বর-কনের লিমো-রোলস রয়েসে ভ্রমণ
The groom traveled to the ceremony in a Bentley State Limousine with his brother and best man (top) and the bride in a Rolls-Royce Phantom VI Silver Jubilee Car with her father (bottom)
বাকিমহাং প্যালেসের ব্যলকনিতে বর-কনে
বিশ্বের সর্বাধিক প্রচারিত বিয়ে
গুগলও সেজেছিল বিয়ের সাজে
পাকিস্থানের ইতিহাসে সবচেয়ে বেশী আলোচিত-সমালোচিত হয় এই বিয়ে, টিভি অ্যাঙ্কররা এই বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অনুপঙ্খ বিশ্লেষণ করে।
অতিথিদের সাথে বিয়ের দিনে এইভাবেই পোজ দিয়েছিলেন নব দম্পতি
বিয়ের ১০ মাসের মাথায় ইতি ঘটে এই হাই-প্রফাইল বিয়ের।
খ.
ক্রিকেট সেন্সেশান ইমরান খান ও বিলিয়নিয়র স্যার জেমস গোল্ডস্মিথের ্কন্যা জেমাইমা স্মিথের বিয়ে।
বিয়ের পূর্বে প্যারিসে জেমাইমার ইসলাম গ্রহণ
হ্যালো ম্যাগাজিনের প্রচ্ছদে
পাকিস্থানি বিয়ে হলেও ফ্লেভার ছিল ব্রিটিশ রাজ পরিবারের
হাই-প্রফাইল বিয়ে ৪.
(চলবে ...)
[…] Source: বিশ্বের যত হাই-প্রফাইল বিয়ে ! […]
ReplyDelete[…] Source: বিশ্বের যত হাই-প্রফাইল বিয়ে ! […]
ReplyDelete