Saturday, August 20, 2016

'মেয়র-চট্টগ্রাম-মহিউদ্দিন' - একটি প্রপঞ্চ, এ বি এম মহিউদ্দিন চৌধুরী- একজনচট্টগ্রামী লীজেন্ড !


এ বি এম মহিউদ্দিন চৌধুরী- একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে চট্টগ্রামের মেয়র।  মেয়র ছিলেন তিন মেয়াদে, তাঁর আগেও অনেকে মেয়র হয়েছেন,পরেও হচ্ছেন বা হবেন কিন্তু  'চট্টগ্রামের মেয়র' বলতে এখনও চটগ্রামবাসীর মানসপটে ভেসে ওঠে একটি চেহারা, হৃদয় বীণায় জলদগম্ভীর ঝংকার তুলে একটি নাম- এ বি এম মহিউদ্দিন চৌধুরী ! 'চট্টগ্রামের মেয়র' -এই অভিধাটি যেন একান্তই মহিউদ্দিন চৌধুরীর জন্য ইতিহাস খাস করে দিয়েছে, অন্য কাউকে এই অভিধায় যেন ঠিকমত মানাচ্ছেনা, অন্যরা এটি ব্যবহার করলেও যেন তাঁর লীগেসি থেকেই যাচ্ছে, যেন তাঁর থেকে ইনহেরিটেড হয়েই অভিধাটি অন্য কেউ ব্যবহার করতে পারেন, অন্যভাবে নয়। ঠিক এই জায়গাটিতেই মহিউদ্দিন চৌধুরীর একক সফলতা, এটিই তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর এজন্যই 'মেয়র-চট্টগ্রাম-মহিউদ্দিন' - একটি প্রপঞ্চ, এ বি এম মহিউদ্দিন চৌধুরী- একজন চট্টগ্রামী লীজেন্ড !

ওয়িকিপিডিয়াও বলে দিচ্ছে মেয়র মানে এ বি এম মহিউদ্দিন চৌধুরী । 'যে জন্য পরিচিত' এন্টাইটি দেখুন।

Untitled.jpg

No comments:

Post a Comment