Saturday, August 20, 2016

বিনপি-জামাত নয়, বিএনপি-জাতীয় পার্টিই আওয়ামীলীগের মূল প্রতিপক্ষ ।

আওয়ামীলীগের নীতি-নির্ধারকেরা প্রতিনিয়ত বিএনপি-জমাতকেই আওয়ামীলীগের প্রতিপক্ষ হিসেবে জাহির করে চলেছেন অথচ বিএনপি-জামাত নয়, বিএনপি-জাতীয় পার্টিই মূল প্রতিপক্ষ। সামরিক ছাউনির ভেতর থেকে বেরিয়ে আসা এই দল দুটি শুধু আওয়ামীলীগের প্রতিপক্ষ নয় এরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্যও যতদিন এরা বহাল থাকবে ততদিন হুমকি হয়েই থাকবে। এদের সফলতা ও ইতিহাস দেখে যেকোন মুহুর্তেই সমর ছাউনির লোকেদের মাথা ঘুরে যেতে পারে, আর একবার যদি তাদের মাথা ঘুরে যায় তাহলে ফের ৯ বছরের স্বৈরাচার কিংবা গণতন্ত্রের নামে জিয়া বা খালেদা জিয়ার তামাশা কিংবা ১/১১  দেখতে হবে বাংলাদেশের জনগণকেই। তাই দল দুটি আওয়ামীলীগের পাশাপাশি বাংলাদেশের গণমানুষেরও শত্রু । এদেরকে যতদিন রাজনীতি করতে দেওয়া হবে ততদিনই এরা বাংলাদেশের গণতন্ত্র ও গণ মানুষের জন্য হুমকি হয়েই থাকবে। জন্ম ও  এযাবতকালের পলিটক্যাল পারফর্মেন্স বিবেচনায় আওয়ামীলীগের পর বাংলাদেশের জামাতই একমাত্র গণতান্ত্রিক ও গণ মানুষের দল যদিও আচম্বিৎ বিনপি-জাতীয় পার্টিও নিজেদের  গণতান্ত্রিক ও গণ মানুষের দল হিসেবে জাহির করতে চেষ্টা করেছে কিন্তু প্রকৃতপক্ষে তা তারা নয়। তাই এই পর্যায়ের জামাতকেই বিরোধী দলের মর্যাদায় অভিষিক্ত করে আওয়ামীলীগ গণতন্ত্রের নতুন চর্চা শুরু করতে পারে যদি তারা গণতন্ত্র চায় আর যদি আওয়ামীলীগ গণতন্ত্রের বিকল্প আবিষ্কার করে ফেলতে পারে কিংবা অটোক্র্যাসি বা মোনার্কি দিয়েই দেশ চালাতে পারে তাহলে জামাতকেও আনার প্রয়োজন নাই।  তবে আওয়ামীলীগকে মনে রাখতে হবে জামাতকে আনা বা না-আনাটা মূল প্রশ্ন নয়, মূল প্রশ্ন বিএনপি-জাতীয় পার্টির রাজনীতির ইতি টানা, জামাত মূল প্রশ্ন এজন্য নয় যে তারা শুধু প্রচলিত অর্থে এই দেশের কোন রাজনৈতিক দল নয় তাদের পেছনে ইসলাম আছে, আছে আন্তর্জাতিক প্রশ্ন।  জামাত প্রশ্নের এখানেই ইতি টানা উচিৎ । কারণ কমিউনিজমকে শত্রু বানিয়ে মার্কিনিরা সফল হলেও ইসলামকে শত্রু বানিয়ে যে তারা সফল হবেনা সেটা বুশের জুতা খাওয়া, ওবামার অমীমাংসিত বিদায় আর ডোনাল্ড ট্রাম্পীয় পাগলামোতে পুরোপুরি প্রমাণ হয়ে গেছে। তাই ঐ সর্বনাশা খেলায় না জড়ালেই ভাল !

No comments:

Post a Comment