এ সময়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন গেইম হচ্ছে ‘পোকেমন গো’। ভার্চুয়াল আর বাস্তব জগতের সংমিশ্রণে তৈরি করা গেইমটি নিয়ে চলছে ব্যাপক মাতামাতি। সেটা এতটাই যে গেইমারদের চাপ বেড়ে যাওয়ায় এরই মধ্যে ক্র্যাশও করেছে গেইমটির সার্ভার। গেইমটিকে আর দশটি গেইমের সঙ্গে মেলানো যাবে না। গেইমারকে সত্যিকার জগতে ঘুরে ঘুরে গেইমটি খেলতে হবে। এতে জিপিএস প্রযুক্তির মাধ্যমে গেইমারের অবস্থান জেনে সে জায়গায় স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে ভার্চুয়াল জিনিসপত্র ও রিয়েল লাইফের ছবি একত্র করে দেখানো হয়। আর এটাকেই বলা হয়ে থাকে ‘অগমেন্টেড রিয়ালিটি’। অগমেন্টেড রিয়ালিটিতে খেলা সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গেইমারকে পানির কাছে যেতে হবে পানির পোকেমনকে ধরতে, আর কাছের কোনো জনসমাগমের জায়গায় পাওয়া যাবে ‘পোকেজিম’ (কোনো একটি জায়গার ল্যান্ডমার্ক)। এক কথায় বলতে গেলে খেলা ও বেড়ানোর চমত্কার এক সমন্বয় এই গেইম। খেলার শুরুতে গেইমারকে তার চরিত্র বা অ্যাভাটার নির্বাচন করতে হবে। এরপর দেখা যাবে তার চরিত্র ঠিক তার অবস্থানেই (বাস্তব দুনিয়ায় যেখানে গেইমার আছে) দাঁড়িয়ে আছে। তার সামনে প্রথমে তিনটি পোকেমন পাওয়া যাবে। তিনটির একটি পোকেবল ছুড়ে ধরার পরই বলা হবে সামনে ও আশপাশে আরো পোকেমন রয়েছে। তাদের খুঁজলে নানা ধরনের পোকেস্টপ (পোকেমনদের প্রয়োজনীয় স্থাপনা) যেমন পোকেজিম পাওয়া যাবে। পোকেমন ধরা ও সেগুলোকে প্রশিক্ষণ দেওয়াটাই গেইমের মূল লক্ষ্য। গেইমটি আপাতত অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এশিয়ার কিছু দেশে রিলিজ পেয়েছে। তবে ইউরোপের ২৬ দেশে এখন পোকেমন গো খেলা যাচ্ছে। বাংলাদেশের বেশকিছু জায়গায় গেইমটি খেলা যাচ্ছে। ধীরে ধীরে বিশ্বব্যাপী এটি প্রকাশিত হবে। পাশাপাশি এতে যোগ করা হবে আরো অনেক ধরনের গেইমপ্লে। তবে প্রকাশের এক সপ্তাহের মাথায়ই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে গেইমটি। অগমেন্টেড রিয়ালিটির প্রথম জনপ্রিয় গেইমও বলা যেতে পারে এটিকে। তবে চলতি পথে কিংবা খোলা জায়গায় নিজের ফোনের দিকে তাকিয়ে থেকে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন অনেক গেইমারই। এরই মধ্যে গেইমটির বেশকিছু দিক নিয়ে সমালোচনাও করেছেন অনেকেই। অনৈতিকভাবে গেইমারদের গুগল অ্যাকাউন্টের ডাটা হাতিয়ে নেওয়া, না খেললেও ফোনের জিপিএস চালু রাখা, অস্বাভাবিক রকমের ব্যাটারি ব্যবহার—এ ধরনের অভিযোগ উঠেছে গেইমটিকে নিয়ে। এমনকি গেইমটি খেলতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। তবে এসব গেইমটির জনপ্রিয়তা কমাতে পারেনি মোটেও। গেইমটি বিনা মূল্যে পাওয়া যাবে গুগল প্লে ও অ্যাপল অ্যাপস্টোরে। তবে খেলার সময় চার্জের দিকে ও আপনার আশপাশে খেয়াল করতে ভুলবেন না যেন। অ্যাপল অ্যাপস্টোর : https://goo.gl/UxawBl গুগল প্লে: https://goo.gl/fYICbm |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
![]() | |
![]() ২৪ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment