Saturday, July 23, 2016

মিউনিখে হামলাকারী সম্বন্ধে পুলিশের নতুন তথ্য


জার্মানির পুলিশ বলছে, শুক্রবার বিকেলে যে বন্দুকধারী মিউনিখ শহরের একটি শপিং সেন্টারে গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে, তার সাথে ইসলামিক স্টেট গোষ্ঠি বা সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।


জানা যাচ্ছে , ১৮ বছর বয়স্ক ওই তরুণ ইরানি বংশোদ্ভূত এবং তার জার্মানি ও ইরান দুদেশেরই পাসপোর্ট ছিল। তার নাম এখনও পুলিশ প্রকাশ করেনি।


আরো জানা গেছে তরুণটির মানসিক অবসাদের জন্য চিকিৎসা চলছিল।


জার্মান পুলিশ বলছে মিউনিখের হামলাকারী ছিল একজন ছাত্র এবং গুলি করে গণহারে হত্যাকাণ্ড ঘটানোর প্রতি তার একটা অন্ধ আকর্ষণ ছিল বলে তথ্য প্রমাণও তারা পেয়েছে।


তার বাসাবাড়ি তল্লাশি করে পুলিশ যেসব কাগজপত্র পেয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন পত্রিকায় বেরনো হামলা সংক্রান্ত নানা খবরের কাটিং এবং “ছাত্ররা কেন হত্যা করে” এই শিরোনামে একটি নিবন্ধ।


পুলিশ বলছে গুলি চালানোর আগে ওই তরুণ কিছু একটা বলে চিৎকার করছিল, কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত বের করতে পারেনি ওই তরুণ আসলে কি বলেছিল।


প্রথম দিকে এই হত্যাকাণ্ডের জন্য ইসলামী জঙ্গিবাদকে দায়ী করা হলেও মিউনিখ পুলিশ এখন জানিয়েছে ওই তরুণের সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠির যোগাযোগ ছিল না।


তবে মোবাইলে ফোনে তোলা ভিডিও ছবিতে ‘আমি জার্মান’ কথাটি কাউকে বলতে শোনার পর এমন ধারণার কথাও শোনা যাচ্ছে যে উগ্র ডানপন্থী মতাদর্শের কোনো সমর্থক এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।


পুলিশ বলছে নরওয়ের গণহত্যাকারী অ্যান্ডারস্ বেহরিং ব্রেভিক যে ২০১১ সালে ৭৭ জনকে হত্যা করেছিল তার সঙ্গে এই যুবকের যোগাযোগের প্রমাণও তারা পেয়েছে।


তদন্তকারী পুলিশ এমন সন্দেহও করছে যে ওই তরুণ একজন মেয়ের ছদ্মনামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে খুন করার জন্য লোকজনকে ম্যাকডোনাল্ড-এর দোকানে ডেকে এনেছিল।


ঘটনার পরপরই আক্রমণকারী আত্মহত্যা করে।


শপিং সেন্টারের ভেতর একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি টিভি চ্যানেলকে জানিয়েছে হামলাকারী সেনা স্টাইলের বুট পরেছিল এবং তার পিঠে ব্যাগ ছিল।


হামলার ঘটনায় নয়জন নিহত হওয়া ছাড়াও শিশুসহ ২৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে দশজনের অবস্থা সঙ্কটজনক।


মিউনিখ পুলিশের প্রধান বলেছেন আহত অনেকে ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে- যাদের হিসাব পুলিশের কাছে নেই।












































Be SPONSORED Now                                                           ।|


                                                                          Be SPONSORED By


994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
২৪ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট


No comments:

Post a Comment