শুরু হলো ‘দ্য নিউ এ্যাডভেঞ্চার অব রবিন হুড’ আর আমরাও বসে গেলাম টিভির সামনে। পরদিন বাঁশের কঞ্চি কেঁটে বানিয়ে ফেলা হলো তীর ধনুক। বিকালে খেলার মাঠে ‘রবিন হুড-রবিন হুড’ খেলা। সমস্যা হলো সবাই রবিন হুড হতে চায়। কেউ লিটল জন বা টাক হতে চায় না। যাইহোক, টিভি সিরিজ ‘দ্য নিউ এ্যাডভেঞ্চার অব রবিন হুড’ দখল করে নিলো আমাদের মন, চিন্তা আর আমরা চলে গেলাম ফ্যান্টাসির জগতে। সবুজ অরণ্যে আমরা ডাকাতি করে ফিরি লুটেরাদের ধন, বিলিয়ে দেই গরীবদের মাঝে মনে মনে। মনে মনে আমরা তখন রবিন হুড। রবিন হুডের দল রবিন হুড চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাথু পর্রেটা। সুদর্শন, লম্বাচুল আর ফ্রেঞ্চকাট দাড়ি। আমরা কলম দিয়ে এঁকে নিতাম গালে মুখে তার মতো দাড়ি। ম্যাথু জন্মেছিলেন ২৯ মে, ১৯৬৫ সালে আমেরিকার ডারিয়েনে। বাবা দ্বিতীয় ফ্র্যাংক একজন অপেরা গায়ক এবং অভিনেতা। মা রবের্তাও ছিলেন অপেরা গায়িকা। ১৯৫৬ সালের মিস অহিও হয়েছিলেন রবের্তা। তাই আমাদের রবিন হুড বিনোদন জগতে আসতে কোন সময়ই নষ্ট করেন নি। পড়লেন ম্যানহাটন স্কুল অব মিউজিকে। ১৯৯০ সালে তাঁকে দেখা গেলো টেলিভিশনের ‘উইংস এন্ড ব্রেভারলি হিলস’ শোতে। ১৯৯৩ সালে রবিন হুড: মেন ইন টাইটস মুভিতে অভিনয় করলেন উইল স্ক্যার্লেট ও’হারা চরিত্রে। মজার ব্যাপার হলো চার বছর পর টিভি সিরিজে তিনিই অভিনয় করলেন রবিন হুড চরিত্রে। আর সাড়া ফেলে দিলেন। রবিন হুড আর বারবারা কিন্তু সিনেমায় অভিনয় করার জন্য রবিন হুড সিরিজ শেষ না করেই চলে গেলেন। তারপর তাঁর জায়গায় রবিনহুড চরিত্রে এলেন জন ব্র্যাডলি। জন ব্র্যাডলি কে আমরা রবিন হুড চরিত্রে নিতে পারিনি অনেকদিন। যাইহোক, ম্যাথু পর্রেটা ব্যস্ত রইলেন সিনেমা আর অভিনয় নিয়ে। শিল্পী পরিবারের সদস্য তিনি। তার বড় ভাই ফ্র্যাংক থ্রি আর্ন্তজাতিক অঙ্গনে সাড়া জাগানো অপেরা গায়ক। এই সময়ে রবিন হুড |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
![]() | |
![]() ২৪ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment