Monday, July 25, 2016

‘মস্কো ক্যাথিড্রাল মস্ক’ -ইউরোপের অন্যতম বড় মসজিদ !







রাশিয়ার প্রায় দুই কোটি মুসলমানের বাস৷ সম্প্রতি মস্কোয় ইউরোপের অন্যতম বড় একটি মসজিদের উদ্বোধন হয়েছে৷

একসঙ্গে ১০ হাজার


রাশিয়ার মস্কোতে প্রায় ১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে৷ সেখানে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন৷ মসজিদটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি৷

Bildergalerie Putin und Erdogan eröffnen Europas größte Moschee


আগের মসজিদের স্থানে


বিংশ শতাব্দীর শুরুতে তাতার সম্প্রদায় একটি মসজিদ নির্মাণ করেছিল৷ সেখানেই নতুন মসজিদটি তৈরি করা হয়েছে৷ সময় লেগেছে প্রায় এক দশক৷

Bildergalerie Putin und Erdogan eröffnen Europas größte Moschee

ব্যাক্তিগত উদ্যোগ


রাশিয়ার ক্রেমলিন সমর্থিত ‘কাউন্সিল অফ মুফতিস’ জানিয়েছে ব্যাক্তি পর্যায়ে অর্থ সংগ্রহের অর্থে মসজিদটি নির্মাণ করা হয়েছে৷ কাজাখস্থান ও তুরস্ক থেকেও অর্থ সাহায্য এসেছে৷

Bildergalerie Putin und Erdogan eröffnen Europas größte Moschee

দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়


রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলমানের বাস – যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ৷ ফলে অর্থোডক্স খ্রিষ্টান সম্প্রদায়ের পর ইসলামই হচ্ছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়৷

Russland Eröffnung der größten Moschee in Europa

অন্যরকম নাম


মসজিদটির নাম রাখা হয়েছে ‘মস্কো ক্যাথিড্রাল মস্ক’৷ মসজিদের নকশাতেও খ্রিষ্টীয় সনাতনপন্থি গির্জার নকশার কিছুটা ছোঁয়া আছে৷

Moskau - Putin eröffnet Moschee

উদ্বোধন করেন পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মসজিদটি উদ্বোধন করেন৷ সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷





































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
২৬ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

No comments:

Post a Comment