পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্র মন্ত্রী সিদ্দীকুল্লাহ্ চৌধুরী বলেছেন, প্রাচীন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বিশ্ব বাঙালি সমাজের গৌরবের প্রতীক। ভারতীয় উপমহাদেশের গৌরবময় বাংলা ও চট্টগ্রামের গৌরবগাঁথা ইতিহাস মর্যাদার সাথে বিশ্ববাসী বিবেচনা করেন। রাষ্ট্র মন্ত্রী সিদ্দীকুল্লাহ্ চৌধুরী আরো বলেছেন, মহান মাতৃভাষা বাংলা আন্দোলন ও ’৭১ সালের মহান স্বাধীনতা অর্জনে বাঙালি সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বাঙালির মান মর্যাদা রক্ষা করেছে। বৃটিশ বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, হাবিলদার রজব আলী, মাষ্টারদা সূর্যসেন, প্রীতিলতার জীবন উৎসর্গ সহ হাজার হাজার মহৎ দেশ প্রেমিকের রক্তের বিনিময়ে বাংলা ভাষা ও বাঙালির মর্যাদা ফিরিয়ে পেয়েছে। জীবন উৎসর্গকারী সংগ্রামী মনীষীদের কথা জাতি কখনো ভুলবে না। ২০ জুলাই ২০১৬ বিকেলে কলিকাতাস্থ পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্র মন্ত্রী ও জন শিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা, পরিষদীয় বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব সিদ্দীকুল্লাহ্ চৌধুরীর সাথে বাংলাদেশের চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন সৌজন্য সাক্ষাৎ কালে মন্ত্রী উপরোক্ত কথা গুলো বলেন। মন্ত্রীকে এই সময় সোহেল মো. ফখরুদ-দীন রচিত ৫টি গ্রন্থ উপহার দেয়া হয়। এই সময় বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক মাসুম চৌধুরী, মন্ত্রীর একান্ত সহকারী মহসীন মোহাম্মদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
![]() | |
![]() ২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment