Wednesday, July 20, 2016

জাইকার মহাপরিচালকের সঙ্গে ফজলে করিমের বৈঠক

জাইকার দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক আরাই তুরো’র সঙ্গে বৈঠক করেছেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম।


বুধবার জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ রেলের উন্নয়ন বিষয়ে এ বৈঠকে মিলিত হন। এসময় বাংলাদেশের রেলের বর্তমান সুযোগ-সুবিধার বিষয়ে অবহিত করেন ফজলে করিম।


বাংলাদেশ রেলের বিষয়টি মনোযোগ দিয়ে শুনেন আরাই তুরো। পরে রেল সেবা নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে ফজলে করিম অবহিত করেন।


জাইকা বাংলাদেশের উন্নয়নে পাশে রয়েছে উল্লেখ করে ফজলে করিম বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন কাজ করে যাচ্ছে জাইকা। এজন্য জাপান সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, রেল সেক্টরের উন্নয়নে এগিয়ে এলে বাংলাদেশে রেল খাতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে।


অন্যান্য সেক্টরের মতো বাংলাদেশের রেল যোগাযোগের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন আরাই তুরো।

No comments:

Post a Comment