Friday, July 15, 2016

ফ্রান্সে তিন দিনের রাষ্ট্রীয় শোক

ফ্রান্সের নিস শহরে ভয়াবহ ট্রাক হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হওয়ার ঘটনায় আগামীকাল শনিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর একটি বড়ো আকারের ট্রাক তুলে দেয় হামলাকারী। এতে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। পরে ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে। ট্রাক চালক তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক।


ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস ভয়াবহ এ হামলায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণার কথা জানিয়েছেন।


ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হয়েছিলেন বহু লোক। এ সময় এক চালক একটি ভারী ট্রাকলরি নিয়ে দ্রুতগতিতে জনতার ওপর তুলে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।


বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ট্রাকচালকের বয়স ৩১ বছর। স্থানীয় এই বাসিন্দা তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এই ঘটনার পর উল্লাস করেছে এবং ধারণা করা হচ্ছে এই হামলা আইএসেরই কাজ।


ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।


সর্বশেষ এই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ওলাঁদ। একই সঙ্গে তিনি ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সরকারের পদক্ষেপ জোরদার করার কথা বলেছেন।


এদিকে এই ঘটনায় বাংলাদেশি কোনো প্রবাসী হতাহত হননি। সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।  শুক্রবার দুপুরে শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তথ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ থাকার তথ্য এখনো নেই। আর ফ্রান্সের দাক্ষিণাঞ্চলের ওই অংশে বাংলাদেশি কেউ থাকেনও না।’


রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক (+331 46 51 90 33, helpdesk@bangladoot.org) চালু করা হয়েছে। কারও তথ্য মিললে হেল্প লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।


ফ্রান্সের এই সন্ত্রাসী ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হামলার নিন্দা জানিয়ে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

No comments:

Post a Comment