Friday, July 15, 2016

বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা


ছোটবেলা থেকেই কারও স্বপ্ন ছিল বলিউডে নাম লেখানোর। আবার কেউবা ভাবতেই পারেনি সেকথা। কিন্তু ভাগ্যচক্রে হয়েছেন বলিউড স্টার। তবে যাই হোক না কেন, বলিউডে প্রতিষ্ঠা পেতে কেউ কেউ নিজের শিক্ষিত হওয়াকে আগে প্রাধান্য দিয়েছেন। আবার কেউবা মাঝপথেই ছেড়ে দিয়েছেন পড়াশোনা। এবার আমাদের সময় পাঠকদের জন্য রইল কোন তারকা কী নিয়ে পড়েছেন, কার কী ডিগ্রি রয়েছে ঝুলিতে-



অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশা কোনদিন ভাবেননি সিলভার স্ক্রিনের নায়ক হয়ে উঠবেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট পান তিনি।



সালমান খান
সেকেন্ড ইয়ারের পর কলেজ ড্রপ আউট হয়েছিলেন ভাইজানও। বান্দ্রার সেন্ট স্ট্যানিশলাউজ হাই স্কুল এবং গ্বালিয়রের স্কিনডিয়া স্কুল থেকে স্কুলিং শেষ করে ইলফিনস্টোন কলেজে ভর্তি হয়েছিলেন সালমান। কিন্তু মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা।



শাহরুখ খান
প্রথম থেকেই থিয়েটারের দিকে ঝোঁক ছিল কিং খানের। তাই হংসরাজ কলেজে ইকনমিক্স নিয়ে ভর্তি হলেও বেশির ভাগ সময় কাটত দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপে থিয়েটার করে। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে মাস কমিউনিকেশন নিয়ে পড়া শুরু করলেও শেষ করেননি সেই পাঠ।



আমির খান
সেন্ট অ্যানিজ হাই স্কুল, বম্বে স্কটিশ স্কুল এবং নারসি মোনজি কলেজ থেকে স্কুলের পাঠ শেষ করলেও অর্থনৈতিক
সমস্যা এবং ফিল্ম কেরিয়ারের জন্য কলেজ শেষ করেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্টও।



জন অব্রাহাম
মন দিয়ে হট বডি তৈরির আগে মন দিয়ে পড়াশোনাটাও করেছিলেন জন। প্রথমে মুম্বাইয়ের স্কটিশ স্কুল, তারপর জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। পরে এমবিএ-ও করেন তিনি।



অক্ষয় কুমার
অভিনয়ের জন্য নয়, মার্শাল আর্টে মনোনীবেশ করতে গিয়ে পড়াশোনা ছেড়েছিলেন আক্কি। ডন বস্কো স্কুলের পাঠ চুকিয়ে মুম্বইয়ের গুরু নানক খালসা কলেজে নাম লেখালেও মাত্র এক বছর পরেই কলেজ ছেড়ে ব্যাঙ্ককে চলে যান মার্শাল আর্টের ট্রেনিং করতে।



সাইফ আলি খান
যে কেরিয়ারই পছন্দ হোক না কেন, পড়াশোনা শেষ করতেই হবে, এমনই নিয়ম ছিল রয়্যাল পরিবারে।হিমাচল প্রদেশের সানাওয়ারের লরেন্স স্কুল থেকে স্কুলের পাঠ চুকিয়ে সইফ পাড়ি দেন ইংল্যান্ড। সেখানে প্রথমে ভর্তি হন লকার্স পার্ক স্কুলে। পরে উইনচেস্টার কলেজ থেকে গ্র্যাজুয়েট হন।



বিদ্যা বালান
ছোট থেকেই স্বপ্ন দেখতেন অভিনয় করার। তবে তাঁর জন্য পড়াশোনায় খামতি দেননি। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সোশিওলজিতে স্নাতক হওয়ার পর মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেন তিনি।



প্রীতি জিন্তা
ব্রাইট কেরিয়ার গ্রাফের মতোই ব্রাইট তাঁর শিক্ষাগত যোগ্যতাও। শিমলার সেন্ট বেদে’স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন প্রীতি। এরপর তিনি ক্রিমিনাল সাইকোলজিতে স্নাতকোত্তর করেন।



সোহা আলি খান
অক্সফোর্ড ইউনিভার্সিটির বালিওল কলেজ থেকে মর্ডান হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন ‘রং দে বাসন্তী’র সোনিয়া। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লন্ডন স্কুল অফ ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার ডিগ্রি করেন তিনি।



পরিণীতি চোপড়া
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হওয়ার লক্ষ্যে ১৭ বছর বয়সে লন্ডনে পাড়ি দিয়েছিলেন পরিণীতি। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে তিনি বিজনেস, ফিনান্স এবং ইকনমিক্সে ট্রিপল অনার্স করেন। কিন্তু ২০১১-এ দেশে ফিরে এসে হঠাৎই সিদ্ধান্ত নেন নায়িকা হওয়ার।



প্রিয়াঙ্কা চোপড়া
বাবা অার্মি অফিসার হওয়ার বারবার স্কুল পরিবর্তন করতে হয়েছে তাঁকে। ১৩ বছর বয়সে তিনি আমেরিকাতে যান পড়াশোনা করতে। স্কুলের পাঠ শেষ করে দেশে ফিরে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু এরপরেই বিউটি কনটেস্টে চান্স পেয়ে যাওয়ায় সেভাবে আর কলেজে পড়া হয়নি প্রিয়াঙ্কার।



দীপিকা পাড়ুকোন
বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুল থেকে স্কুলের পাঠ শেষ করেছেন ‘মস্তানি বাঈ’। এরপর মাউন্ট কার্মেল কলেজ এবং ইগনু-তেও ভর্তি হয়েছিলেন দীপিকা। কিন্তু মডেলিংয়ের দুনিয়ার পা দেওয়ার পর কলেজের পাঠ শেষ করতে পারেননি তিনি।



ঐশ্বরিয়া রাই বচ্চন
কলেজের পাঠ শেষ করেননি ঐশ্বর্যও। তাঁর ইচ্ছে ছিল আর্কিটেকচার নিয়ে পড়ার। কিন্তু প্রথমে জয় হিন্দ কলেজ এবং পরে ডিজি রুপারেল কলেজে ভর্তি হলেও কলেজের পড়া শেষ করার আগেই মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।



কারিনা কাপুর
পড়াশোনা করতে একেবারেই ভালবাসতেন না বেবো। ছোট থেকেই গ্ল্যামার জগৎ তাঁকে টানত বেশি। কমার্স নিয়ে মিঠিবাঈ কলেজে দু’বছর পড়াশোনা করার পর আইন নিয়ে পড়বেন ভেবেছিলেন। কিন্তু মাত্র ২০ বছর বয়সেই নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় মাঝ পথেই।



সোনম কাপুর
স্কুলের পাঠ শেষ করে সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে থিয়েটার অ্যান্ড আর্টস নিয়ে ভর্তি হন সোনম। পরে ইউনিভার্সিটি অফ মুম্বই করেসপন্ডেন্স প্রোগ্রাম থেকে ইকনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন সোনম।




No comments:

Post a Comment