বাংলাদেশের চারটি প্রধান রাজনৈতিক দলের একমাত্র জামাত ছাড়া বাকি তিনটিই এককভাবে ক্ষমতা ভোগ করেছে। তিনটি দলের প্রতিটিই স্ব স্ব শাসনামলে চরম স্বৈরাচারী রূপে জনগণের কাছে প্রতিভাত হয়ে গেছে। এখন একমাত্র জামাতেরই এককভাবে ক্ষমতায় যাওয়ার পালা এবং জনগণের মধ্যেও এক ধরনের কন্সেশান আছে যে একবার জামাতকেও এককভাবে ক্ষমতায় নেওয়া দরকার এবং দেখার অবকাশ রয়েছে তাঁরা ক্ষমতায় গিয়ে কী করে, পুর্বেরগুলোর মত স্বৈরাচারী হয়ে ওঠে না ভিন্ন কিছু করে? জনগণের মধ্যে জামাত সম্পর্কে ধীরে ধীরে এই কন্সেশান তৈরী হচ্ছিল, এরই মধ্যে যুদ্ধাপরাধ ইস্যুতে তাঁদের সমস্ত অর্জন ভেস্তে গেল। তবে সেই দখল কাটিয়ে এখন জামাত ধীরে ধীরে ভেতরে বাইরে নিজেদের প্রস্তুত করছে, রাজনীতির পরিসর বৃদ্ধি করছে, জনগণের সেই কন্সেশানকে সামনে রেখে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছে। জনগণের মাঝেও কন্সেশানটা ফেরত আসছে এই ভেবে যে জামাত ছাড়া বাংলাদেশে আর কোন বিকল্পও তো এখনও তৈরি হয়নি। সরকার পরিবর্তনের চিন্তা আসলেই তাঁদের সামনে আসছে পুর্বের সেই একককভাবে ক্ষমতা ভোগ করা তিনটি রাজনৈতিক দল- বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি । এবং এই তিনটি রাজনৈতিক দলও যেকোন মূল্যে বারবার ক্ষমতায় যেতে ও থাকতে চায় কেননা ক্ষমতা ভোগের ঐ মোহ তাঁরা ছাড়তে নারাজ, এদিকে এরশাদ সাহেব তো বলেই বেড়াচ্ছেন আগামী নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে এবং সে নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে। কিন্তু জনগণকে এখানে থামতে হচ্ছে এবং দেখতে পাচ্ছে একমাত্র জামাত ছাড়া আওয়ামীলীগ, বিএনপি বা জাতীয় পার্টিকে অতিক্রম করে যেতে পারে এমন কোন বিকল্প বা দল বা প্ল্যাটফর্ম (সুশীল সমাজ, ডক্টর ইউনুস ইত্যাদিও হয়ে গেছে) এখনও বাংলাদেশে তৈরীই হয়নি। তাই বাধ্য হয়েই একমাত্র বিকল্প হিসেবে জামাতকে বেঁছে নেওয়ার একটা অবকাশ এখানে রয়েছে। তদুপরি জনগণের সেই কন্সেশানটা পরীক্ষা করার অবকাশও এখানে থাকে। এই কন্সেশানটা কিন্তু সত্যিকার অর্থেই তৃনমূল থেকে সর্বোচ্চ মহলে পর্যন্ত ধীরে ধীরে গঠিত হয়েছে, দেশের মেইনস্ট্রিম নেতৃবর্গ ও ইন্টেলিজেন্সিয়ারা মাঝে মাঝেই জামাত সম্পর্কে বেফাঁস মন্তব্য-বিবৃতি করে প্রকারান্তরে সেই জন-কন্সেশানটাকেই স্বীকার করে নেন অথবা কন্সেশানটি রুখে দিতে সচেষ্ট হন। আর তৃনমূল জনগণ তো ভাল করেই জানে তাঁদের তৃণমূল পর্যায়ে এই কন্সেশানটি ধীরে ধীরে ঘাত-প্রতিঘাত-অভিঘাতের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং এখনও ক্রিয়াশীল রয়েছে।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Friday, July 22, 2016
যুদ্ধাপরাধ ইস্যুর দখল কাটিয়ে জামাত এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, প্রেরণা যোগাচ্ছে জনগণের মাঝে তৈরী হওয়া এক ধরনের কন্সেশান !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment