শেখ মুজিবের সেক্যুলার আওয়ামীলীগের সাথে সেক্যুলার কংগ্রেসের সখ্য, নেপথ্য ফ্যাক্টরঃ এন্টি পাকিস্থান প্রপঞ্চ , ফ্যাক্ট এন্ড ফিগারঃ সেক্যুলার কংগ্রেস এন্ড সেক্যুলার শ্রীমতী ইন্ধিরা গান্ধী ; সময়কালঃ ১৯৭০-৭২
https://www.youtube.com/watch?v=X1Q1W7Q49vQ
শেখ হাসিনার আধা-সেক্যুলার আওয়ামীলীগের সাথে পুরা মৌলবাদী বিজেপি'র সখ্য, নেপথ্য ফ্যাক্টরঃ এন্টি পাকিস্থান প্রপঞ্চ, ফ্যাক্ট এন্ড ফিগারঃ মৌলবাদী বিজেপি এন্ড মৌলবাদী শ্রী নরেন্দ্র মোদী; সময়কালঃ ২০১৪-১৬
https://www.youtube.com/watch?v=iaLHmXJ-aq0&feature=youtu.be
সখ্য বা ঐক্য ঠিক আছে, নেপথ্য ফ্যাক্টরও ঠিক আছে বদলে গেল ফ্যাক্ট এন্ড ফিগারঃ 'সেক্যুলার কংগ্রেস এন্ড সেক্যুলার শ্রীমতী ইন্ধিরা গান্ধী'র জায়গায় 'মৌলবাদী বিজেপি এন্ড মৌলবাদী শ্রী নরেন্দ্র মোদী'। সময়ের ব্যবধানে ফ্যাক্ট এন্ড ফিগার বদলানো স্বাভাবিক কিন্তু এই বদল তো র্যাডিক্যাল বদল যেটা অস্বাভাবিক ও স্ব-বিরোধী। শেখ হাসিনার আধা-সেক্যুলার আওয়ামীলীগ কি এই বদলের দখল শেষ পর্যন্ত সইতে পারবে?! উপমহাদেশের পাকিস্থানপন্থি মুসলমানরা ও সেক্যুলারপন্থি কংগ্রেসী ভারতীয়রা এখন নিজেদের অসহায় ভাবতে শুরু করবে এবং সেই অসহায়ত্ব কাটাতে তাঁরা চরমপন্থার দিকেই ধীরে ধীরে এগুবে এবং মৌলবাদী বিজেপি যদি তার অবস্থানে রিজিড থাকতে চায় বা থাকতে পারে কেবল তখনি চরমপন্থা চরম রূপ ধারণ করবে এবং গোটা উপমহাদেশজুড়ে বড় বড় গণ-আন্দোলন বা গণ-বিস্ফোরণের পাশাপাশি এমন চরমপন্থার বান উঠবে যার তোড়ে মৌলবাদী বিজেপি কিংবা আধা-সেক্যুলার আওয়ামীলীগের ভেসে যাবার সমূহ সম্ভাবনা অথবা ভাইস ভারসা অর্থাৎ মৌলবাদী বিজেপি ও তার মিত্ররা চরমপন্থা বা আতঙ্কবাদ দমনের নামে এমন স্টিম রোলার চালাবে যার নীচে স্রেফ পিষ্ট হয়ে যাবে পাকিস্থানপন্থি মুসলমানরা ও সেক্যুলারপন্থি কংগ্রেসী ভারতীয়রা। আবারও বলছি মৌলবাদী মোদী যদি রিজিড থাকতে চায় অথবা থাকতে পারে তাহলে অতীব দুর্ভাগ্য ও দুঃখজনক হলেও এই দুটি ঘটনাই আমাদের এই উপমহাদেশের ডেস্টিনি আর যদি মৌলবাদী মোদী রিজিড থাকতে না চায় অথবা থাকতে না পারে তাহলে ঘটবে অনেক ঘটনা - আসবে নতুন নতুন রাষ্ট্র-ধারনা, সমাজ-চেতনা, ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক শাসন-পদ্ধতি, মিথলিজিক্যাল মিথস্ক্রিয়া, চলমান বিশ্বায়নের হাওয়ার সাথে ভেসে চলা-অপেক্ষা করা কিংবা একেবারে আনকোরা নতুন প্রযুক্তিগত বিশ্বায়ন বা রাষ্ট্র-ধারনার অভিষেক ঘটে যেতে পারে যেখানে রাষ্ট্রের পরিচিতি সেক্যুলার বা মৌলবাদী হবে না, এমনকি ওয়েলফেয়ার ষ্টেটও বলা হবেনা, বলা হবে টেকওয়্যার ষ্টেট। অর্থাৎ তখন ওয়েলথ আর টেক সমার্থক হয়ে যাবে।
No comments:
Post a Comment