সম্প্রতি পোকেমন গো নামে একটি মোবাইল গেম তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ গেমটির কারণে নানা ধরনের দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ফলে বিশ্বের নানা স্থানে এ গেমটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
সৌদি আরবের শীর্ষস্থানীয় কতিপয় আলেমের সম্প্রতি প্রদত্ত একটি ফতোয়ায় পোকেমন গো নামে গেমটির বিষয়ে সতর্ক করা হয়েছে। গেমটির বিরুদ্ধে সৌদি আরবের ধর্মীয় নেতাদের অবস্থান অবশ্য ভিন্ন কারণে। তারা জানিয়েছেন, ২০০১ সালে প্রথম যখন এ গেমটি শুরু করা হয় তখন এটি কার্ড দিয়ে খেলা হতো, এবং এতে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত চিহ্ন ব্যবহৃত হয়েছে, যা ইসলামসম্মত নয়। এ ছাড়া এ গেমটি জুয়াকে উৎসাহিত করে।
সৌদি আরবের একজন শীর্ষস্থানীয় আলেম শেখ আল-ফোজান গতকাল বুধবার আরব নিউজকে জানান, পোকেমন গো গেমটির নতুন ভার্সনের পুরনোটির সঙ্গে মিল রয়েছে।
ফতোয়াতে বলা হয়েছে, এ গেমটির সিক্স-পয়েন্টযুক্ত স্টারগুলোর ইসরায়েলের জাতীয় চিহ্নের সঙ্গে মিল রয়েছে। এ ছাড়া আরও কিছু ত্রিকোণ চিহ্ন রয়েছে যার ভিন্ন অর্থ রয়েছে। গেমটিতে ব্যবহৃত ক্রসগুলো খ্রিষ্টানদের চিহ্ন। এ ছাড়া কয়েকটি চিহ্ন রয়েছে যা বহুদেবতাবাদের প্রকাশ। এ গেমটি শিশুরা শুধু নয়, বড়রাও খেলতে পারে, যা জুয়াকে উৎসাহিত করতে পারে।
পশ্চিমা দেশগুলোর মতো মধ্যপ্রাচ্যেও গেমটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের জন্য গেমটির ভার্সন ডাউনলোডের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে তুমুল জনপ্রিয় এ গেমটি খেলতে গিয়ে।
এ গেমটির বিষয়ে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলাররাও মুখ খুলেছেন। আল-আজহারের আন্ডারসেক্রেটারি আব্বাস সুম্যান বলেন এ গেমটি মানুষের বাস্তবতা সম্পর্কে ধারণা নষ্ট করে এবং নিজেকে খেলার সময় বিপদে ফেলার আশঙ্কা থাকে।
মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কুয়েতেও এ গেমটির কারণে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কুয়েতের ইন্টেরিয়র মন্ত্রী সম্প্রতি এ গেমটির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। তিনি মসজিদ, শপিং সেন্টার, মল ও তেল স্থাপনায় এ গেমটি খেলতে নিষেধ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও এ গেমটির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নাগরিকদের। সে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, গেমটিতে ব্যবহৃত ‘জিওগ্রাফিক্যাল লোকেশন’ ব্যবস্থা থেকে অপরাধীরা তথ্য সংগ্রহ করে অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে।
No comments:
Post a Comment