Thursday, July 21, 2016

তারেক জিয়াকে সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নগর ছাত্রদলের একাংশ।


নিম্ন আদালতের রায় বাতিল করে বৃহস্পতিবার তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় উচ্চ আদালত। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে প্রতিবাদ সভা করে ছাত্রদল।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে অবৈধ সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে। জনগণের সামনে আজ প্রতিয়মান হয়েছে অবৈধ সরকারের কোন রায়ই বৈধ নয়। বিচারিক আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাওয়ার পরও সরকার প্রতিহিংসাপরায়ন হয়ে পুনরায় আপিল করে অবৈধভাবে রায় প্রদান করেছে।


বক্তারা বলেন, এই সরকারের কোন ষড়যন্ত্রই তারেক রহমানের জনপ্রিয়তা ও দূরদর্শিতাকে বাধাগ্রস্থ করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায়। কোন অপশক্তি এই আগমন রুখতে পাবে না।


কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নগর ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম রাসেল, আবদুল হামিদ পিন্টু, নুর উদ্দিন সোহেল, মোহাম্মদ সরওয়ার, গোলজার হোসেন মিন্টু, মোহাম্মদ মিল্টন, আবদুর রশিদ টিটু, আবদুর নুর মিটু, আরফাতুল আলম, আকতার হোসেন, রিফাত হোসেন শাকিল, কাউসার আহমেদ হিমেল, গোলাম নবি আপেল, শহিদুজ্জামান শহিদ, সাহাব উদ্দিন শিহাব, মামুনুর রশিদ মামুন, শফিকুর রহমান, বাবুল মিয়া, রিয়াজুর রহমান রিয়াজ, মিজানুর রহমান বাবুল, এম এ হাসান বাপ্পা, নাছির উদ্দিন সোহেল, সামশুদ্দিন সামশু, কামরুল হাসনাত চৌধুরী, ইমরান হোসেন বাপ্পি, হারুনুর রশিদ মনি, মোহাম্মদ আজম উদ্দিন, শাহাদাত হোসেন রাকা, মহিউদ্দিন রুবেল, কাজি মহিউদ্দিন, আবু সৈয়দ রিকু, আজিম উদ্দিন, এম এ করিম, হানিফ খান রুবেল, নুর আলম, আরিফ হোসেন, মোহাম্মদ আনিস প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment