খোকা বলে হাত বাড়িয়ে
বাবা তোর অপেক্ষাতে রোজ
পথ চেয়ে থাকে দাঁড়িয়ে
সোহাগী বোনের চোখে জল
কাঁদছে ভাই গোপনে ছলছল
ফিরে আয় খোকা ফিরে আয়
আঁধারে যাস না হারিয়ে||
খোকা তুই নেই বলে
ঘরটা আজ নিকষ কালো
তোকে ঘিরেই স্বপ্ন-আশা
তুই আমার নয়নের আলো||
তোকে ছাড়া আমরা বল
বেঁচে থাকি কেমন করে
চেয়ে দেখ বন্ধু তোর
ডাকছে প্রিয় নাম ধরে||
আয় খোকা ফিরে আয়
আয় খোকা ফিরে আয়...
বিপথগামী তরুণ যুবকদের অন্ধকার পথ থেকে ফিরে আসার আকুতি জানিয়ে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে একটি গান প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। গানটি লিখেছেন মাগুরার শিশু সাহিত্যিক ও গীতিকার সন্তান লিটন ঘোষ জয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে তার সদ্য লেখা গানটি পরিবেশন করেন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের হাতে তুলে দেন।
এ ব্যাপারে পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, প্রতিভাবান গীতিকার লিটন ঘোষ জয়কে দিয়ে লেখানো গানটি ইতিমধ্যে সুরারোপ করে দেশের জনপ্রিয় সংগীত শিল্পি এসআই টুটুলের কণ্ঠে রেকর্ডিং এর কাজ চলছে। মাগুরার প্রতিটি জঙ্গিবিরোধী সভা-সমাবেশে গানটি পরিবেশন করা হবে। মাননীয় আইজিপি ও ডিআইডি মহোদয় অনুমতি দিলে এর সিডি সারাদেশে জঙ্গিবিরোধী প্রচারণার জন্য সরবরাহ করা হবে। এছাড়া ভিডিওচিত্র ধারণ করে বিটিভিসহ দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারের চেষ্টা করা হচ্ছে।
এসপি এহসান আরো বলেন, একটি গোষ্ঠী আমাদের বাঙালি সংস্কৃতিকে আড়াল করে কিছু যুবককে ভুল পথে পরিচালিত করছে। সমাজ, সংসার থেকে তাদের বিচ্ছিন্ন করে বিপথগামী করছে। তারা বাঙালি সংস্কৃতি ও বাঙালির সামাজিক ও পারিবারিক বন্ধন ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাঙালি সংস্কৃতি ও বাঙালির সামাজিক ও পারিবারিক বন্ধন যতদিন অটুট থাকবে ততো দিন অসাম্প্রদায়িক বাংলাদেশ বেঁচে থাকবে। যে কারণে গানের মাধ্যমে বিপথগামী যুবকদের অন্ধকারের পথ থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ১৫ জুলাই আসাদুজ্জামান মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে তার লেখা গানটি পরিবেশন করে সবার প্রশংসা কুড়িয়েছেন গীতিকার লিটন ঘোষ।
উল্লেখ্য, সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় তরুণদের জড়িত থাকা এবং তারা সবাই বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল এমন প্রমাণ পাওয়ার পর নিখোঁজ আরো অনেক তরুণের তথ্য আসতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এমন শতাধিক জনের নামের তালিকা পাওয়ার কথা জানায়। এর মধ্যে ১০ জনের ছবিসহ বিস্তারিত পরিচয় ইতিমধ্যে প্রকাশ করে সন্ধান চাওয়া হয়েছে। এদের মধ্যে একজন পরিবারের কাছে ফিরে এসেছে।
গত সোমবার রাজধনীর খিলগাঁও থেকে ডা. রোকনুদ্দিন নামে ঢাকা শিশু হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্ত্রী, দুই কন্যা এবং মেয়ে জামাই সহ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া, গত ২০ জুলাই স্বেচ্ছা নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র্যাব।
No comments:
Post a Comment