Thursday, July 21, 2016

আপনার কথোপকথন শুধু শুনছে না , গুগলের মতো রেকর্ডও করছে ফেসবুক !

জনপ্রিয়তার আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক  মানুষের কথোপকথন শুনছে এবং রেকর্ড করছে । এরপর ব্যবহারকারীর চোখের সামনে কথোপকথনের সূত্র ধরে ফেসবুকে হাজির করা হচ্ছে বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগের অধ্যাপক কেল্লি বার্ন এ দাবি করেছেন।


ওই অধ্যাপকের দাবি, অ্যাপসটি যারা ফোনে ব্যবহার করছেন তারা কী বলছেন সেই তথ্য সংগ্রহ করছে ফেসবুক। তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, আশ-পাশে যা ঘটছে তাই শুনছে অ্যাপসটি। শুধুমাত্র মানুষ যা বলছে, শুনছে ও দেখছে সেই তথ্য সংগ্রহ করছে।


কয়েক বছর আগে থেকেই ফেসবুকের এই ফিচার চালু রয়েছে। কিন্তু কেল্লি বার্নের এ দাবি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। অধ্যাপক বার্ন বলেছেন, শুধুমাত্র ব্যবহারকারীকে সহায়তার উদ্দেশ্যে ফেসবুকের এই টুল তথ্য সংগ্রহ করছে না, বরং তথ্য সংগ্রহের পর ব্যবহারকারীর কথোপকথন অনুযায়ী বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক।


ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, এটি যাচাই করে দেখার জন্য তিনি ফোনের আশ-পাশে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দেখতে পান, যে বিষয়ে তিনি আলোচনা করেছেন সেই সম্পর্কিত বিজ্ঞাপন তার ফেসবুক ওয়ালে ভেসে উঠছে।


বার্ন বলেন, তিনি বিশ্বাস করেন না যে ফেসবুক মানুষের কথোপকথন শুনছে, তবে এটা হতে পারে যে তিনি ওই ধরনের বিষয় খুঁজেছেন, যা তিনি ফোনের আশ-পাশে বলেছেন। কিন্তু এটি যদি সত্যিই হয়ে থাকে তাহলে এই সাইটটির জন্য হবে সত্যিই আশ্চর্যজনক এক পদক্ষেপ।


মার্ক জুকারবার্গের এ প্রতিষ্ঠান বলছে, এটি মানুষের কথা শুনছে এবং ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে। তবে এ দুটি বিষয় এক নয় এবং যা শুনছে সে অনুযায়ী এই অ্যাপসে কী দেখানো হবে সেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। ফেসবুকের এই ফিচার শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সহজলভ্য।


এর আগে, ইন্টারনেটে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধেও ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করার অভিযোগ উঠে। গত মাসে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, ‘ওকে গুগল’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে মানুষের কথোপকথন রেকর্ড করছে গুগল।

No comments:

Post a Comment