তাবৎ বড় বড় হোটেলের শেফরা বলিউড কিং শাহরুখ খানকে খুশি করার জন্য রান্না করেন৷ কিন্তু কোনো পাঁচতারা হোটেলের শেফ না হয়েও বলিউড কিং খানকে খাইয়ে খুশি করতে পারেন একমাত্র তিনিই৷ তিনি হাজি ভাই৷ আর তার বিশেষত্ব হলো, পাথরের স্ল্যাবের উপর রান্না৷ কী এই পাথরের রান্না? আরব বেদুইনরা হাজার বছর আগে এভাবেই উত্তপ্ত পাথরের উপর কাবার রান্না করতেন৷ তারপর থেকে এই বিশেষ রান্নার প্রচলন হয়৷ তবে পদ্ধতিটি সহজ নয় তাই সকলে এভাবে রান্না করেনও না৷ হাজি ভাই করেন৷ আরব দেশ থেকেই বিশেষ এই রান্নার পদ্ধতি শিখেছেন তিনি৷ তার মতে, তাওয়ার রান্না করলে মাছ-মাংস বা সব্জির ফ্লেভার অনেক সময়ই ঠিকঠাক থাকে না৷ কিন্তু পাথরে রান্নার ক্ষেত্রে তা হয় না৷ ফলে অদ্ভুত এক স্বাদ আসে পাথরের উপর রান্না খাবারে৷ মধ্য প্রাচ্যের বেদুইনরা শুধু ভেড়ার মাংস আর টিকিয়া রান্না করত এইভাবে৷ কিন্তু হাজি ভাই আধুনিক বিভিন্ন খাবারের পদও তৈরি করেন পাথরে৷ আর একদম স্পেশাল স্বাদের লোভে ভিড় জমান খাদ্যপ্রেমীরা৷ তার ফ্যানদের তালিকায় আছেন স্বয়ং শাহরুখ খানও৷ এক আইপিএল পার্টি চলাকালীন তার এই স্পেশাল খাবারের জন্য তার ডাকা হয় জুহি চাওলার বাড়িতে৷ সেখানেই বলিউড বাদশাকে খাইয়ে খুশি করেন হাজিভাই৷ প্রায় হাজার দুয়েক বছর আগের ট্রাডিশন৷ আজ তা হারিয়েই গিয়েছে৷ খোদ আরব দেশেই এখন আর এভাবে রান্না করা হয় না৷ তবু রান্নার এই প্রাচীন সংস্কৃতি টিমটিম করেই বেঁচে আছে হাজি ভাইয়ের রান্নার স্বাদে৷ |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
![]() | |
![]() ২৪ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment