
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Thursday, July 21, 2016
দ্বীপচরতি, সাংগু নদী ও ডলু নদীর দুতীরের ভাংঙ্গনের করুন দশা জোরালো ভাষায় তুলে ধরেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সাতকানিয়ার দ্বীপচরতির ভাঙ্গন, সাংগু নদীর দু'তীরে অবস্থিত ইউনিয়ন সমুহের নদী ভাঙ্গনের এবং ডলু নদীর দুতীরের ভাংঙ্গনের করুন দশা উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন জোরালো ভাষায় তুলে ধরেন। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসু পদক্ষেপ নিবেন বলে সভায় জানিয়ে দেন।

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment