Tuesday, July 19, 2016

খাবারের জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে তুরস্কের স্থান তৃতীয়

বিশ্বের বিভিন্ন দেশের প্রান্ত থেকে উঠে আসা খাবার একে অপরের সঙ্গে পাল্লা দেয়। জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ দেশের খাবার সম্পর্কে।


ইন্দোনেশিয়া: ভারতে সে ভাবে ইন্দোনেশিয়ার খাবার খাওয়ার চল না থাকলেও সারা বিশ্বে কিন্তু জনপ্রিয়তায় ইন্দোনেশিয়ার খাবার রয়েছে দশম স্থানে।

মেক্সিকান: ভারতে বেশ জনপ্রিয় মেক্সিকান খাবার। ঝাল, মিষ্টি, টক সব রকম স্বাদই পাওয়া যায় এই দেশের খাবারে। বিশ্বে জনপ্রিয়তায় নবম স্থানে।

চাইনিজ: ভারতে দেশী খাবারের পরই সবচেয়ে জনপ্রিয় চাইনিজ খাবার। তবে বিশ্বে কিন্তু এর স্থান অষ্টম।

ইটালিয়ান: ইহুদী, রোমান ও গ্রিক খাবারের প্রভাবে ইটালিয়ান খাবার বেশ চটজলদি। ভারতও মজেছে পিজা, পাস্তার প্রেমে। এর স্থান সপ্তম।

স্প্যানিশ: স্প্যানিশ ভাষা, স্প্যানিশ গিটারের মতোই জনপ্রিয় স্প্যানিশ খাবারও। বিশ্বে এর স্থান ষষ্ঠ।

ফরাসি: ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রকমের মশলা ব্যবহার হয় ফরাসি খাবারে। অথচ সবচেয়ে হালকা এই খাবার রয়েছে পঞ্চম স্থানে।

জাপানিজ: জাপানিরা বাঙালিদের মতোই মত্সপ্রিয়। আর সুশির প্রেমে পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। জনপ্রিয়তায় জাপানি খাবার রয়েছে চতুর্থ স্থানে।

তুরস্ক: কাবাব, তন্দুরিতো আসলে এই দেশই খেতে শিখিয়েছে আমাদের। ভারতের মতোই সারা বিশ্বেও জনপ্রিয় তুরস্কের খাবার রয়েছে তৃতীয় স্থানে।

 ভারত: এ তালিকায় ভারতের স্থান নিয়ে কিন্তু আমরা গর্ব করতেই পারি। প্রথম না হলেও দ্বিতীয় স্থানে বেশ আদরেই রয়েছে ভারতীয় খাবার।

থাই: ভারতকে হারিয়ে শীর্ষে স্থান করে নিয়েছে তাইল্যান্ডের খাবার। সারা বিশ্ববাসীই এই দেশের খাবারে মুগ্ধ।

No comments:

Post a Comment