পিঠ টান টান করে বসে কতক্ষণ কাজ করা যায়? মাঝে মাঝে একটু দাঁড়াতে ইচ্ছে করে। আর একটু ক্লান্তিতে শুয়ে কাজ করতেও মন্দ লাগে না। তবে চাইলেই কি আর অফিসের চেয়ারটিতে শোয়া যায়? মাঝে মাঝে ১০ মিনিটের বিশ্রাম আপনাকে পরবর্তী ৪ ঘণ্টার কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারে। চিন্তা নেই নতুন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান নতুন একটি চেয়ার বাজারে আনতে যাচ্ছে যে চেয়ারে আপনি শুয়ে, বসে বা দাঁড়িয়ে কাজ করতে পারবেন। আল্টওয়ার্ক কোম্পানি নামের প্রতিষ্ঠানটি নতুন এই চেয়ার সদৃশ ডিভাইসের নাম দিয়েছে ‘স্টেশন’। এর মাধ্যমে অফিসের ডেস্কেই শুয়ে অথবা বসে দিব্যি কাজ করতে পারবেন। চেয়ারটিকে দেখে আপনার দাঁতের ডাক্তারের চেয়ারের কথা মনে পড়ে যেতে পারে। এই চেয়ারটিকে ভাঁজ করেও ব্যবহার করা যায়। চেয়ারের সঙ্গেই লাগানো রয়েছে ল্যাপটপ রাখার টেবিল। পা ছড়িয়ে বসতে চাইলে চেয়ারটিকে লম্বা করে নিতে পারেন। এর জন্য কন্ট্রোল সিস্টেম রয়েছে টেবিলের সঙ্গে। টেবিল আর চেয়ারসহ সব মিলিয়ে এই স্টেশনের ওজন ৯৫ কেজি। ৪ ভাবে চেয়ারটিকে ব্যবহার করা যায়। তবে শুধু চেয়ার নয়, টেবিলের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে এই ডিভাইসটি। শরীরের অবস্থানের সঙ্গে ভারসাম্য তৈরি করে নেয়ার অপশনও রয়েছে চেয়ারটিতে। বিশেষভাবে তৈরি এর ডেস্কে রয়েছে চুম্বক। এর ফলে ডেস্ক উল্টে রাখলেও পিসি, মাউজ এবং ল্যাপটপ ডেস্কের সঙ্গেই লেগে থাকবে।স্টেশন নামের এই চেয়ারটির মূল্য ৫ হাজার ৯০০ ডলার। পাশের টেবিলের মূল্য ৬৫০ ডলার। দেখুন ভিডিওতে : https://youtu.be/eHdShyF9x7U |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৯ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment