বিলুপ্তির পথে বাংলার বীরত্বের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে চোরাশিকারিদের অপতৎপরতা, আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন আর মানুষের সাথে দ্বন্দ্বই এর কারণ। বর্তমানে মাত্র ১০৬টি বাঘ আছে সুন্দরবনে। আন্তর্জাতিক বাঘ দিবসে মহাবিপন্ন প্রাণির তালিকায় থাকা এই বেঙ্গল টাইগার রক্ষায় কার্যকর উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। রয়েল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। যার ভয়ে টিকে আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। অথচ নিজেই আজ অস্তিত্বের সঙ্কটে। এর অন্যতম কারণ সুন্দরবনে শিকারিদের দৌরাত্ম। তারা বাঘ শিকার করে চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাচার করে বিশ্বির বিভিন্ন দেশে। সুন্দরবনে যত্রতত্র মানুষের অনুপ্রবেশ ও অপরিকল্পিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হচ্ছে বাঘের বসতি। পানি ও খাবারের সঙ্কট তো আছেই। গত ১৫ বছরে লোকালয়ে ঢুকে মানুষের হাতে মারা পড়েছে ৩০টি বাঘ। বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড় বন ধ্বংসকারী অর্থনৈতিক কর্মকাণ্ড ও জলবায়ু পরিবর্তনের ফলে বাঘের অস্তিত্ব বিলীন হতে বেশি সময় লাগবে না। যদিও বন বিভাগ দাবি করছে, বাঘ রক্ষায় পাহারা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নানা ব্যাবস্থা। ২০০৪ সালে সুন্দরবনে বাঘ ছিলো ৪৪০টি। বর্তমানে তা ১০৬ এ নেমে এসেছে। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৯ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment