পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ডরোল্ড স্টিলস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড আজ রোববার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
কোম্পানিটির ১৩২তম পর্ষদ সভায় শনিবার পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
জানা যায়, জাপানের কারিগরি সহায়তায় ২৪৬ কোটি ৪৫ হাজার টাকা ব্যয়ে ২ ইউনিট বিশিষ্ট ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। যা রোববার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
উৎপাদিত বিদ্যুৎ এস আলম কোল্ড রোলড স্টিলের বিভিন্ন প্রকল্পে সরবরাহ করা হবে। বাকি বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং অন্যান্য খাতে বিক্রি করা হবে।
সূত্র আরও জানায়, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড বার্ষিক টার্নওভার হবে ১০৮ কোটি টাকা।
উল্লেখ্য, এস আলম পাওয়ারের ৭০ শতাংশ শেয়ারের মালিকানা এস আলম কোল্ড রোলড স্টিলের কাছে রয়েছে।
[S Alam Steels Ltd, a subsidiary company listed koldarolda S Alam Power Generation Ltd today began commercial power generation.
Saturday 13 th meeting of the Board of Directors at the company’s board of directors decided.
However, Japan’s technical assistance at a cost of Rs 246 crore in two units with 45 MW captive power plant of 17 has already been set up. Sunday started commercial production of electricity.
S Alam Cold Rolled Steel rolada generated electricity will be supplied in a variety of projects. Rural Electrification Board and the approval of the Authority of the electricity will be sold to other sectors.
According to sources, the annual turnover of S Alam Power Generation Limited to 108 crore.
The S Alam power to 70 percent of the shares are owned by the S Alam Cold Rolled Steel rolada.]
(* please excuse the not improved Google translation)
No comments:
Post a Comment