বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগে মামলা করতে যাচ্ছে ভারত সরকার। অর্ধশতাধিক মানুষকে জঙ্গিবাদে অনুপ্রাণিত করার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ভারত ইতোমধ্যে জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগে মামলা করতে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, ‘বিতর্কিত’ ইসলামি বক্তব্য দিয়ে তিনি সাধারণ মুসলিমদের জঙ্গিবাদে যোগ দিতে উদ্বুদ্ধ করেছেন।
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগের তালিকায় রয়েছে সাবেক আইআরএফ কর্মকর্তা ফিরোজ দেশমুখের ২০০৬ সালের অস্ত্র মামলা, ২০১২ সালে পুনে কারাগারে ভারতীয় মুজাহিদিন কাতিল আহমদ সিদ্দিকী হত্যাকাণ্ড এবং সেই সাথে ভারতের গোয়েন্দাবাহিনীর হাতে আটক আফসা জেবিন, মুদাব্বির শেখ, মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, আবু আনাস এবং মোহাম্মদ নাফিস খানের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার েেত্রও জাকির নায়েক জড়িত বলে দাবি করছে ভারত সরকার।
ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জাকির নায়েক অবশ্য আগেই জানিয়েছেন, ঢাকার গুলশানের হামলাকারীরা যে পথ নিয়েছে তা তিনি কোনো মতেই সমর্থন করেন না। এ বিষয়ে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।
[Prominent Islamic scholar and speaker Dr. Zakir Naik to charges against the insurgency at the behest of the Government of India. Century to inspire people to militancy has been alleged against him. Besides India, the NGO Zakir Naik Islamic Research Foundation (aiaraepha) decided to ban.
Quoting a senior Indian government source told the Times of India, India’s Union Home Ministry and the Maharashtra government against the insurgency at the behest of Naik is filed. The charges against him, the controversial Islamic statements he has inspired ordinary Muslims to join the insurgency.
India is the list of charges against Naik, a former official Feroz Deshmukh aiaraepha arms 006 cases, 01 in Pune jail in connection with the murder of Indian Mujahideen katila Ahmed Siddiqui held by Indian intelligence JB Afsar, mudabbira Sheikh, Mohammed Obaidullah Khan, Abu Anas and Mohammad Nafis Khan eetrao Naik claims to be inspired by the insurgency involving the government of India.
The discussion comes after the terrorist attacks in the city’s Gulshan area. However, Naik said before, the way he Gulshan in Dhaka that the attackers do not support any means. In this regard, he cited the Quran at his position clear.]
(* please excuse the not improved Google translation)
No comments:
Post a Comment