ধর্মসচিব মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। ঈদের দিন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদনসহ সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
এই সভায় ঢাকার দুই সিটি মেয়র এবং গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদের জামাত স্থানান্তরের বিষয়টি তদারক করবেন ঢাকার বিভাগীয় কমিশনার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
No comments:
Post a Comment