Wednesday, August 24, 2016

শাহজালালে 'রিজেন্ট এয়ারওয়েজ'র ফ্লাইটে আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বুধবার বেলা পৌনে ১২টার দিকে উড্ডয়নের সময় ফ্লাইটটির ডান পাশের চাকায় (লুস হুইলার) আগুন ধরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে সমকালকে জানান বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম।তিনি বলেন, 'এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রিজেন্টের ওই ফ্লাইটে ছয়জন ক্রু ও ১১০ জন যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন একেএম রেজাউল করিম।

ফ্লাইটে আগুন লাগার পর নামার সময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘ্টনার পর শাহজালালে প্রায় পৌনে এক ঘণ্টা ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। ওই সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা একটি ফ্লাইট আবার চট্টগ্রামে এবং সৈয়দপুর থেকে ঢাকায় আসা আরেকটি ফ্লাইট সিলেটে গিয়ে অবতরণ করে।

অনেক চেষ্টা করেও এ বিষয়ে রিজেন্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

No comments:

Post a Comment