Wednesday, August 31, 2016

এবার ২ ও ৫ টাকার নোট মিলবে না

আসন্ন কোরবানি ঈদের আগে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও বিভিন্ন ব্যাংক শাখায় বিশেষ কাউন্টার খুলে এ নোট বদলে দেওয়া হবে। তবে এবার এসব কাউন্টার থেকে দুই ও পাঁচ টাকার নোট নেওয়ার সুযোগ নেই। এ ছাড়া অন্যবার রাজধানীতে ২০ শাখায় বিশেষ কাউন্টার খোলা হলেও এবার খোলা হচ্ছে ১৪টিতে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা সমকালকে বলেন, মজুতসহ বিভিন্ন বিষয় চিন্তা করে এবার বিশেষ কাউন্টার থেকে দুই ও পাঁচ টাকার নোট বদলে না দেওয়ার
সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া চাহিদা বিবেচনায় শাখার সংখ্যাও কমানো হয়েছে।
ব্যাংকের শাখাগুলোর মধ্যে_ ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, অগ্রণীর এলিফ্যান্ট রোড, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ), ব্যাংক এশিয়ার ধানমণ্ডি, ঢাকার উত্তরা, জনতার আবদুল গণি রোড, সিটি ব্যাংকের মিরপুর ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখার মাধ্যমে একটি করে ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোটের বান্ডেল দেওয়া হবে।
এ ছাড়া মার্কেন্টাইলের বনানী, সোনালীর রমনা, ওয়ানের বাসাবো, আইএফআইসির গুলশান, ফার্স্ট সিকিউরিটির মোহাম্মদপুর ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা থেকে নেওয়া যাবে একটি করে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডেল।

No comments:

Post a Comment