ব্যাট হাতে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। ওয়ানডেতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন তার দখলে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল রীতিমতো ঝড় বয়ে গেছে ট্রেন্ট ব্রিজে। সে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটের অনেক রেকর্ড। প্রথমে অ্যালেক্স হেলস ভাঙলেন ২৩ বছর পুরোনো ইংলিশ রেকর্ড। ব্যক্তিগত ইনিংসের সে রেকর্ডও পরে গৌণ হয়ে গেল তার দলের বিশ্ব রেকর্ড ভাঙা ৪৪৪ রানের কাছে। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ৩ রানের জন্য বেঁচে গেছেন খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ডের হাত থেকে। সে জন্যই বোধ হয় দিন শেষে আমিরের ইচ্ছে হলো আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার। ১১তম ব্যাটসম্যান হিসেবে কাল যখন আমির মাঠে নামেন তখন দলের রান ১৯৯। প্রথমে একটু দেখেশুনে খেলে ষষ্ঠ বলে চার মেরে রানের খাতা খুলেন। পরে ২৮তম বলে ক্রিস ওকসের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন। এর মাঝেই আরও ৪টি চার ও ৪টি ছক্কা মারা হয়ে গেছে তার। এর মধ্যে আদিল রশিদকে টানা তিন বলে ছক্কা মেরে ২২ বলেই ৫০ ছুঁয়েছেন। টানা তিন ছক্কার দ্বিতীয়টিতেই বিশ্ব রেকর্ড ভেঙেছেন আমির। ২০০৩ সালে কেপটাউনে এই ইংল্যান্ডের বিপক্ষেই পাগুলে এক ইনিংসে ১৬ বলে ৪৩ রান করেছিলেন শোয়েব আখতার। কাল সে রেকর্ড ভেঙে ৫৮ করেছেন আমির। ওয়ানডে ইতিহাসের প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ১১ নম্বরে নেমে ৪০ পেরোনো ইনিংসই আছে আর একটি। ১২ বছর আগে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন দক্ষিণ আফ্রিকার মাখায়া এনটিনি। বাংলাদেশের পক্ষে ১১ নম্বরে নেমে অপরাজিত ২২ করেছিলেন তাপস বৈশ্য। ২০০৫ সালের ওই ইনিংস এখনো দেশের পক্ষে সর্বোচ্চ হয়ে আছে।
No comments:
Post a Comment