আসছে দিপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার ট্রিজার। তার আগে মুক্তি পেল সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চন, ফওয়াদ খান প্রমুখ। একতরফা প্রেম, বন্ধুত্ব, হৃদয়ভঙ্গ, এই নিয়ে গড়ে উঠেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর চিত্রনাট্য। এই ছবির প্রতিটি চরিত্রই জীবনের কোনো না কোনো সময় এই পর্যায়গুলোর মধ্যে দিয়ে গেছেন। প্রসঙ্গত, ছবির প্রত্যেকটা চরিত্রই একতরফা প্রেম হলে, হৃদয় কতটা ভাঙে, সেই নিয়েই গল্প বলবে দর্শককে। ছবির ট্রেলর দেখে বোঝা যাচ্ছে, ছবিতে গাঢ় রোম্যান্টিক ড্রামা আছে। এখানে মূল চরিত্রে রয়েছেন রণবীর। তাকে ঘিরেই অন্য চরিত্রগুলি তৈরি হয়েছে। আর তা দেখেই করণের প্রশংসায় পঞ্চমুখ পুরো বি-টাউন। টুইটারে তাকে ছবির জন্যে আগাম শুভেচ্ছাও জানাতে ভোলেননি বহু তারকা অভিনেতা।
https://youtu.be/GdNKsW-E_po
No comments:
Post a Comment