গবেষণার কাজে রোবটকে মহাকাশে পাঠানো হয়, দুর্গম প্রান্তর অথবা সমুদ্রের নিচের ফটো তোলার জন্যেও অতীতে অনেকবার ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরণের রোবট। আবার সার্জারি করার জন্যে রোবটকে ডাক্তার বানিয়ে অপারেশন থিয়েটারে পাঠানোর ব্যাপারটাও বেশ পুরাতন। এবার আরো একটি চমকের জন্ম দিল ড্যান্সিং রোবটের দল। চীনের শ্যানডং অঙ্গরাজ্যে “কিংডাও ইন্টারন্যাশনাল বিয়ার ফেস্টিভ্যাল” উপলক্ষে প্রায় ১০০৭ টি রোবট একসাথে প্রায় ১ মিনিট ধরে সংগীতের তালে তালে নেচে বিশ্ব রেকর্ডের জন্ম দিলো। https://youtu.be/PQkha94G7oQ এই আয়োজনে অংশ নিয়েছিল ১০৪০ টি রোবট। প্রতিটা রোবটের উচ্চতা ছিল ৪৩.৮ সেন্টিমিটার। আর পুরো প্রক্রিয়ায় রোবোটগুলি নিয়ন্ত্রণ করা হয়েছিল মোবাইল ফোন এবং ব্লুটুথ ডিভাইস দিয়ে। এই বিশাল কর্মযজ্ঞের স্বীকৃতি স্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছে এই রোবট ড্যান্সিং। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
০৬ আগস্ট, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment