Friday, August 19, 2016

আমেরিকাজুড়ে ট্রাম্পের নগ্ন মূর্তি !

যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি দেখা যায়। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাম্পের এমন মূর্তি দেখে হইচই পড়ে যায়।




এএফপি ও রয়টার্সের খবরে জানা যায়, ইনডেকলাইন নামে একটি সংগঠন এমন কাণ্ড ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ক্লিভল্যান্ড ও সিয়াটলে রাখা পাঁচটি মূর্তি দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়। সেলফি ও ছবি তুলে মজা করতে শুরু করে এলাকাবাসী। পরে নিউইয়র্ক থেকে মূর্তিটি সরিয়ে নেওয়া হয়।


ছবি: রয়টার্সনিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার পার্কে ট্রাম্পের নগ্ন মূর্তি। ছবি তুলছেন একজন।


ছবি: রয়টার্সনিউইয়র্কে ট্রাম্পের মূর্তির মাথায় হাত বোলাচ্ছেন এক বৃদ্ধা।


ছবি: রয়টার্সনিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের মূর্তির একাংশ।


ছবি: রয়টার্সসেলফি তুলছেন অনেকে।


ছবি: এএফপিনগ্ন মূর্তিটি সরিয়ে নিচ্ছেন নিউইয়র্ক সিটি পার্ক কর্তৃপক্ষ।


ছবি: এএফপিস্যানফ্রান্সিসকোতে ট্রাম্পের এমন মূর্তি দেখে অবাক ট্রেনের যাত্রীরা।


ছবি: এএফপিনিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার পার্ক থেকে ট্রাম্পের নগ্ন মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। রয়ে গেছে একটি পায়ের পাতা।

No comments:

Post a Comment