বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র এলাকায় সুরক্ষা নিশ্চিত করতে ও চট্টগ্রামবাসীকে আরও নিরাপদে রাখতে জেলা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে এস আলম গ্রুপ।
বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার নুর-ই-আলম মিনার কাছে টয়োটা হাইলাক্স গাড়িটি হস্তান্তর করেন এস আলম গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন খাতে দেশের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী থানার গণ্ডামারা পশ্চিম বড়ঘোনায়। চায়না একটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে এস আলম গ্রুপ। তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সুরক্ষা নিশ্চিতে ও জনগণের সেবায় জেলা পুলিশকে তারা একটি গাড়ি উপহার দিয়েছে।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment