Tuesday, August 23, 2016

পাকিস্থান ক্রিকেটের মতই ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠছে পাকিস্থানি মুভিও !

সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ডিঙিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠেছে পাকিস্তান। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ‘ব্রাত্য’। গত বছর জিম্বাবুয়ে ছোট্ট এক সফরে গেলেও আর কোনো দেশ পাকিস্তানের মাটিতে পা রাখতেই রাজি নয়।  আরব আমিরাতকে ‘হোমগ্রাউন্ড’ বানিয়ে লড়াই চালিয়ে যাওয়া পাকিস্তান তাই নিজেদের কীর্তিতে গর্বিত, উচ্ছ্বসিত।


এ তো গেল ক্রিকেটের কথা ! ওদিকে 'রিভাইবাল অব পাকিস্থানি ফিল্ম' স্লোগানে অবিশ্বাস্য দ্রুততায় পাকিস্থানি মুভিও এখন ভারতীয় মুভির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠছে। মাত্র এক বছরেই 'রং নাম্বার' আর 'জওয়ানি ফির নাহি আনি'র মত হিট দিয়ে ভলিউডের ব্যবসায় ভাগ বসিয়েছে পাকিস্থান। সুপারহিট ওই ছবি দুটো আন্তর্জাতিক মান ও মাত্রায় ভারতীয় ছবি'র অবস্থানকে এক ধাক্কায় টলিয়ে দিয়েছে বলে বিশ্লেষক মহলের ধারণা !


https://www.youtube.com/watch?v=IiJVEQtbo1I

https://www.youtube.com/watch?v=vNG4_78jIk0

No comments:

Post a Comment