বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। ভারতেও বিপুল উৎসাহে চলছে ঈদের আনন্দ ভাগাভাগি। ভারতের জাতীয় দলের সাবেক দুই মুসলিম ক্রিকেটার ইউসুফ পাঠান ও ইরফান পাঠান ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন দুই ভাইয়ের কোলাকুলির ছবি। গুজরাট ব্রাদার্স হিসেবে পরিচিত ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানও বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিনে দুই পাঠান ভাইয়ের কোলাকুলি নজর কেড়ে নিচ্ছে সবার।
ঈদের নামাজ শেষে এক সাথে তোলা ছবি পোস্ট করেছেন বড় ভাই ইউসুফ। অন্যদিকে ভারতীয় মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি একটি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
[Eid is celebrated in different countries. India is a huge encouragement to share the joy of Eid. Former national team captain Yusuf Pathan and Irfan Pathan Muslim Eid prayers to embrace.
Two brothers, cutlery pictures posted on social media. Gujarat is known as Yusuf Pathan and Irfan Pathan Brothers congratulated Muslims of the world. Send Eid day, two brothers hug everyone is taking away attention.
Eid prayers at the photos posted to one of the older brother, Joseph. The Indian Muslim cricketer Mohammad Sami, greeted everyone with a video message.]
*please excuse the Google translation
No comments:
Post a Comment