Thursday, July 28, 2016

‘২০১৮ সালে তথ্যপ্রযুক্তি খাতের রফতানি আয় হবে বিলিয়ন ডলার’









দেশের তথ্যপ্রযুক্তি খাতের রফতানি আয় ২০১৮ সালের মধ্যেই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া দেশের বিপিও খাতে দেশের সবচেয় বড় আয়োজন ‘বিপিও সামিট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।




'স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা' স্লোগানে শুরু হওয়া দুই দিনের এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার।

তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) দেশে দ্বিতীয়বারের মতো বিপিও সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ২০১৮ সালের মধ্যে আইটি খাতে  আমাদের রফতানি আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গার্মেন্টস শিল্পের পরেই জায়গা করে নেবে আইসিটি খাত।

তিনি বলেন, আউটসোর্সিংয়ে বাংলাদেশের অসাধারণ সাফল্য রয়েছে। এই সাফল্যে ধরে রাখেতে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে আন্তর্জাতিক বাজারে দাপটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর এ জন্য দেশের অভ্যন্তরীণ বাজারে বিপিওকে শক্তিশালী করতে হবে।

আয়োজকরা জানান,  শুক্রবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সমাপনী দিনে দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।


 






































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
২৮ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

No comments:

Post a Comment