Friday, July 15, 2016

ফ্রান্সে লরি নিয়ে হামলাকারী চালকের পরিচয় পাওয়া গেছে

ফ্রান্সের নিস শহরে লরি নিয়ে হামলাকারী চালকের প্রাথমিক পরিচয় জানা গেছে। সে তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। ওই লরি চালক স্থানীয়ভাবে মোহাম্মদ লাহৌজ বোহলেল নামে পরিচিত ছিল। ব্যক্তিগত জীবনে সে ৩ ছেলে-মেয়ের বাবা ছিল।

লরিতে হামলাকারীর পরিচয়পত্র ও মোবাইলফোন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। তবে তথ্য সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে তারা। চালকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।


দেশটির পুলিশ বাহিনীর এক সূত্র জানিয়েছে, ৩১ বছর বয়সী লরিচালক আগে থেকে নজরদারির মধ্যে ছিল না। আর কোনো জিহাদি গ্রুপের সঙ্গেও তার কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজি প্রদর্শনী চলাকালে লরি নিয়ে হামলা চালানো হয়। হামলাকারী জনসমাগমপূর্ণ ওই স্থানটির দুই কিলোমিটার সড়ক পর্যন্ত লরিটি চালিয়ে যায়। এতে নিহত হন ৮৪ জন এবং আহত হন শতাধিক। পুলিশ হামলাকারীকে হত্যা করতে সমর্থ হয়েছে। গাড়ির ভেতর থেকে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment