৭ জনের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাত ৮টা ৪৫ মিনিটে কট ২৮৬ বিমানযোগে ঢাকা শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কি জন্য পার্টির শীর্ষ নেতাদের নিয়ে জাপা চেয়ারম্যান আমেরিকা গেছেন তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয় এক সপ্তাহের সফরে আমেরিকা গেছেন এরশাদ।
তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন ও আসিক আমিন।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Sunday, July 17, 2016
আমেরিকা গেছেন এরশাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment