Tuesday, July 5, 2016

নাম আইসিস, তাই একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক, পরিচয় পত্রও চেয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষ

ব্রিটেনের ব্রিস্টলের বাসিন্দা এক মহিলার নাম আইসিস থমাস। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কর্মী আইসিস জানিয়েছেন, তিনি যখন ফেসবুকে লগ ইন করতে যান, তাঁর নাম পরিবর্তন করতে বলা হয়।


ফেসবুকে তাঁর অ্যাকাউন্টটি ছিল আইসিস ওরসেসটার নামে। এর আগে তাঁর একটি প্রোফাইল ছিল নিজের পদবী দিয়েই। পরে আরেকটি খোলেন এই নামে। তিনি প্রথমে ভাবেন পদবীর জন্যই সম্ভবত লগ ইন করতে পারছেন না তিনি।


পরে তিনি বুঝতে পারেন, নামের জন্যই তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুকের তরফ থেকে একটি ম্যাসেজ পান তিনি। সেখানেই বলা হয়, এই নাম রাখা যাবে না। এটা ফেসবুকের নীতির বিরোধী। তাঁর পরিচয় পত্রও চেয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষ।


আইসিস জানিয়েছেন, তাঁর এই নামকরণ করেন তাঁর মা। মিশরের এক দেবীর নামানুসারেই এই নামকরণ। আইসিস জানিয়েছে, তাঁর নাম নিয়ে সবাই কটাক্ষ করে। এতে তিনি বেশ বিরক্ত।

No comments:

Post a Comment