নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদীর নাব্যতা রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আশুলিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ৯০০ কিলোমিটার নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার কাজ শিগগিরই শুরু হবে। ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ৩ হাজার ২০০ টাকা সহায়তা দিয়েছে।
বুধবার ঢাকা-বরিশাল নৌরুটে নতুন করে পারাবাত-১২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে সরকারের চেয়ে ব্যক্তি মালিকানাধীন আধুনিক সুবিধা সম্বলিত লঞ্চ বেশি। যেখানে আমাদের লঞ্চ দুটি, সেখানে ব্যক্তি মালিকানাধীন লঞ্চ ৭টি। তিনি বলেন, পায়রা স্থল বন্দর আগামী ১৩ অাগস্ট উদ্বোধন করা হবে।
বর্তমান জঙ্গি হামলা প্রসঙ্গে শাজাহান খান বলেন, সবার নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতন হতে হবে। লঞ্চ মালিকদের প্রতি তিনি আহ্বান করেন যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে লঞ্চে তুলতে। এজন্য লঞ্চ মালিকদের সহযোগিতা করবে সরকার। মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রী ব্যাগ শরীর পরীক্ষার মাধ্যমে লঞ্চে যাত্রী তোলার প্রয়োজনীয় ব্যবস্থার কথাও বলেন।
মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির চেয়ারম্যান সহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকির উর রহমান ভূঁইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Wednesday, July 20, 2016
আশুলিয়া-চট্টগ্রাম পর্যন্ত নদী খননের কাজ শুরু শিগগিরই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment