Friday, July 1, 2016

পদ্মায় এবার ৯৬ কেজি ওজনের বাঘাইড় মাছ!

পদ্মায় এবার ৯৬ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার পদ্মা নদীতে এ মাছটি ধরেন জেলেরা। জেলে নিমাই হালদার ও তার সহকারীরা এ মাছটি ডাঙায় তোলেন।

মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।  ভিড় সামলাতে এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপ করতে হয়।

এর আগে বৃহস্পতিবার নদীর  এ এলাকা থেকে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরের দিকে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় ঘাইলা বেড় জাল ফেলে জেলে নিমাই হালদার ও তার অপর সাত সহযোগী স্রোতের ভাটিতে যেতে থাকেন।

কয়েক কিলোমিটার যাওয়ার পর তারা জালে আচমকা প্রচন্ড বেগে টান পেয়ে বুঝতে পারেন বড় কিছু আটকেছে। তারা এ অবস্থাতেই জাল টেনে তোলার চেষ্টা করলে মাছের টানে নৌকাটি উল্টে গিয়ে তারা সবাই পানিতে পড়ে যান।

এ অবস্থায় দীর্ঘ চেষ্টার পর  প্রায় ৫কিমি ভাটিতে মানিকগঞ্জের বাল্লাঘাট এলাকায় অগভীর পানিতে যাওয়ার পর অপর একটি নৌকার সহযোগিতায় জাল টেনে মাছটি ডাঙায় উঠান।

জেলেরা মাছটি নৌকায় তুলে ভোর ৫টার দিকে দৌলতদিয়ার ৩নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। ভোরের আলো ফোটার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই সেখানে মাছটি দেখতে শত শত মানুষ ভীড় জমায়। এতে ফেরিতে যানবাহন উঠা-নামায় বিঘ্ন ঘটলে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে।

জেলে নিমাই হালদার যুগান্তরকে জানান, এত বড় মাছ তারা এর আগে কোনদিন ধরতে পারেননি। মাছটি ধরতে উত্তাল পদ্মায় তাদের জীবনবাজি রেখে লড়াই করতে হয়েছে।

এদিকে বিশাল আকারের বাঘাইড় মাছটি ঘাটে আনার পর স্থানীয় মাছ ব্যবসায়ী সামসু শেখ, নুরু শেখ ও শাজাহান যৌথভাবে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

পরে তারা কয়েকজন মাছ ব্যবসায়ী ও স্থানীয় মিলে মোট ১৪ জনে মাছটি ৮৫০ টাকা কেজি দরে কেটে ভাগ করে নেন।

ব্যবসায়ী নুরু শেখ বলেন, ব্যবসা জীবনে অনেক করেছি। কিন্তু এতো বড় মাছ সচরাচর দেখা যায় না। সেজন্য তারা কয়েকজন মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছেন।

No comments:

Post a Comment