ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে জিম্মি করার হুমকি ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রংপুরে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)। তিনি রংপুর ছাত্রদলের ২৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।
নগরীর মাহিগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। তার ফেসবুক আইডি বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বাদি হয়ে তথ্যপ্রযুক্তি আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, নগরীর মাহিগঞ্জ কসাইটুলি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)।
গত রোববার তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট আপলোড করা হয়। সেখানে বলা হয় 'আমি যদি জঙ্গি হইতাম তা হলে সবার আগে শেখ হাসিনাকে জিম্মি করতাম।'
অপর এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। লজ্জা থাকলে তার এখনই পদত্যাগ করা উচিত। বাংলাদেশের সরকারীবাহিনী সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে যেভাবে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে এই বুদ্ধি যদি ১৯৭৫ সালে মেজর ডালিমের মাথায় থাকত...........।'
এছাড়াও ফেসবুক স্ট্যাটাসে তিনি নানা ভাষায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন।
No comments:
Post a Comment