বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার ভোরে নদীর চরবাড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সুরভী-৭ লঞ্চ ও বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পিএস মাহসুদ যাত্রী নিয়ে বরিশাল নৌ-বন্দরে আসছিল। আর বরিশাল নৌ-বন্দরে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় এমভি সুরভী-৭।
ফজরের নামাজের সময় কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকার অংশে লঞ্চ ও স্টিমারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্টিমারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সুরভী-৭ ঢাকার উদ্দেশে চলে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বর্তমানে স্টিমারটি উদ্ধারকাজ চলছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
https://youtu.be/yVNcdLAXBAU
No comments:
Post a Comment