ফেইসবুক, ব্লগ কিংবা টুইটার। সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। কখনো তা তৈরি করছে বড় ধরনের সমস্যাও। তাই সেইসব পরিস্থিতি এড়াতে এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউতে) চালু হলো ‘সোশ্যাল মিডিয়া প্রক্টর’ মনিটরিং সেল। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইডিইউতে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শনিবার থেকে পুরোপুরিভাবে শুরু হয়েছে এই সেলের কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোশ্যাল মিডিয়াগুলোতে ছাত্র-ছাত্রীরা কোন ধরনের বক্তব্য বা মতামত দিচ্ছেন, এতে কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা, কোন ধরনের সংবাদে তাদের বেশি আগ্রহ-এমন বিষয়গুলো খুঁজে বের করবে সেলটি। পাশাপাশি ভালো কাজের প্রচারণাতেও রাখবে বড় ভূমিকা। ইডিইউর সোশ্যাল মিডিয়া প্রক্টর সেলের প্রধান তারিক রায়হান বলেন, মনিটরিংয়ের পাশাপাশি সব ধরনের জনসচেতনতা বাড়াতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এই সেল। যেখানে তাদের সাফল্য ও সম্ভাবনার বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ফেইসবুকে শিক্ষার্থীদের ভুল করার প্রবণতা কমিয়ে আনতে ইডিইউর ভাইস চেয়ারম্যানের পরামর্শে এই সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইডিইউ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া প্রক্টর সেল গঠনে কাজ করেছেন তারা। একবিংশ শতাব্দীতে ডিজিটাল ইকো সিস্টেমে বেড়ে ওঠা শিক্ষার্থীদের ভুলের পরিমাণ কমিয়ে আনতে অনেক বেশি সচেষ্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, সোশ্যাল মিডিয়া আর বাস্তবতার মত ভিন্নভাবে প্রকাশ করতে গিয়ে কখনো নিজেরাই নিজেদের মধ্যে স্ববিরোধী দ্বৈত সত্বা তৈরি করি। এই বিষয়ে সর্তক থাকা উচিত। তিনি বলেন, ইউনিভার্সিটিগুলোর ট্র্যাডিশনাল প্রক্টররা সাধারণত শিক্ষার্থীদের আচরণ নিয়ে কাজ করেন। কিন্তু এই সেলের প্রক্টরকে একবিংশ শতাব্দীতে দৈনন্দিন বাস্তবতায় সোশ্যাল মিডিয়ার ডিজিটাল চ্যালেঞ্জের নানা দিক মোকাবিলা করতে হবে। ইডিইউর প্রক্টর অফিসের সঙ্গে সোশ্যাল মিডিয়া পলিসির সমন্বয় করে নতুন এই সেলটি গঠন করা হয়েছে বলে জানান সাঈদ। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
৩০ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment