Saturday, July 30, 2016

‘ভাইজান’কে ছাড়াতে পারল না ‘সুলতান’










বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করা সালমান খানের ‘সুলতান’ চলতি বছরের বলিউডে এখন পর্যন্ত সবচেয়ে বড় হিট সিনেমা। সিনেমাটি দেশীয় আয়ের দৌড়ে ৩০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে ইতোমধ্যে। তবে এতো তোলপাড় সত্ত্বেও ছাড়াতে পারেনি ‘বাজরঙ্গি ভাইজান’কে।

‘বাজরঙ্গি ভাইজান’ মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল ফিতরে। এখনো পর্যন্ত সালমানের সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। ধারণা করা হচ্ছিল, ‘সুলতান’ পেছনে ফেলবে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নির্মিত ছবিটিকে। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। এমনকি আন্তর্জাতিক বাজারেও ‘ভাইজান’কে ছাড়াতে পারেনি ‘সুলতান’।তাই দ্বিতীয় সর্বোচ্চ আয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ‘সুলতান’কে। আলী আব্বাস জাফরের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা ও অমিত শাহ।

এবার জেনে নেওয়া যাক সালমানের শীর্ষ ১০ দেশীয় আয়ের সিনেমা— বাজরঙ্গি ভাইজান (৩২০.৩৪ কোটি), সুলতান (২৯৩.৮), কিক (২৩৩), প্রেম রতন ধন পায়ো (২০৭.৪), এক থা টাইগার (১৯৮), দাবাং টু (১৫৮.৫), বডিগার্ড (১৪২), দাবাং (১৩৮.৮৮), রেডি (১২০) ও জয় হো (১১১ কোটি)।

 








































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
৩০ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

 

No comments:

Post a Comment