Friday, July 15, 2016

সকালে যে খবরের কাগজটি আমাদের হাতে আসে তার প্রতিটি খবর পুরনো



বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেছেন, সকালে কাগজের প্রতিটি ঘটনা পুরনো।


বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ধানমণ্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল অার্টস বাংলাদেশের 'মিট দ্য এডিটর' প্রোগ্রামে এ কথা বলেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রশ্নোত্তরে অংশ নেন।


[youtube https://www.youtube.com/watch?v=AJri6NLBhfI]


ভবিষ্যতে কাগজের পত্রিকার দুর্দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের জরিপগুলোতে দেখতে পাই সবচেয়ে বেশি, আশি শতাংশ পাঠক স্মার্ট ফোনের মাধ্যমে বাংলানিউজ ভিজিট করছেন। খবর জানার জন্য এখন আর কেউ সংবাদপত্র পড়ে না। যেগুলোতে কিছু বিশেষ প্রতিবেদন থাকে সেগুলোতে চোখ বোলানো হয়। না হলে দেখাই হয় না। কারণ কাগজের প্রতিটি ঘটনাই পুরনো।


পত্রিকার আকার ছোট হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একসময় লন্ডন টাইমস বড় আকারে বের হতো। এতোবড় পত্রিকার পাতা খুললে পাশের মানুষের গাঁয়ে যেয়ে পড়তো। এখন সেগুলো ট্যাবলয়েড হয়ে এসেছে। একই অবস্থা সানডে টাইমসের। এসবই আরো সহজ করে তোলার জন্যেই অনলাইনে চলে আসছে। বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দৈনিকটির কলেবরও ছোট।


এছাড়াও কাগজের পত্রিকার কারণে বৃক্ষ নিধন এবং পরিবেশের ক্ষতির বিষয়টিও তুলে ধরেন বাংলানিউজের এডিটর ইন চিফ।





No comments:

Post a Comment