Friday, July 15, 2016

রাজধানীর মসজিদগুলোতে জঙ্গিবিরোধী খুতবা পাঠ

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নির্দেশনা অনুযায়ী রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হয়েছে। শুক্রবার জুমা’র নামাজের পূর্বে এই খুতবা পাঠ করা হয়।

খুতবায় মসজিদগুলোতে ইসলাম প্রচারের নামে মানুষ হত্যার মতো জঘন্যতম কাজ করতে নিষেধ করা হয়। এছাড়াও ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই বলেও উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে বায়তুল মোকাররমের খুতবার আলোকে খুতবা করতে বলা হয়েছে। বাইতুল মোকাররমের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’।

মগবাজার চৌরাস্তা জামে মসজিদের খুতবায় ইসলামের জন্য মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ তুলে ধরা হয়। ইসলামের জন্য তার ত্যাগ- তিতিক্ষা তুলে ধরা হয়। খুতবায় বলা হয়, মানুষতো দুরের কথা ইসলামে অকারণে কোন জীবজন্তু হত্যা করার নির্দেশনা দেয়া হয়নি।

এছাড়াও ইন্টারনেটে সন্তানেরা কি করছে? অভিভাবককে তা নজর রাখার আহ্বান জানান ইমাম।

জাগো নিউজের প্রতিবেদকেরা দিলু রোড জামে মসজিদ, বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদ, ইস্কাটন গার্ডেন জামে মসজিদ, সড়ক ভবন জামে মসজিদ, ধানমনন্ডির শাহ আমানুর মসজিদ ও মিরপুরের সাংবাদিক এরিয়া মসজিদে একই ধরনের খুতবা পাঠের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে মসজিদের ইমামদের জন্য দুই পৃষ্ঠার খুতবা তৈরি করে দেয় ইসলামিক ফাউন্ডেশন। এতে মুসল্লিদের প্রতি শান্তির ধর্ম ইসলামের নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে এবং সন্তান-সন্তুতিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

মসজিদের ইমামদের জন্য প্রস্তুতকৃত খুতবায় বলা হয়, ‘হে মুসলিমগণ! আপনারা আপনাদের সন্তান-সন্তুতির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যেন আপনার চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা তাকে কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’

খুতবার শেষ দিকে বলা হয়, ‘সব শেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদের, আমাদের যুবকদের সব সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে। হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন। একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।’

No comments:

Post a Comment