স্পেনের মাদ্রিদে চট্টগ্রামবাসীর উদ্যোগে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মেজবান। মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবানকে ঘিরে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির সবাই বেশ উৎসুক ছিলেন। শুধু বাংলাদেশি নয় কিছু বিদেশিও এ ব্যাপারে বেশ আগ্রহ দেখান। বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ ও মিলনমেলায় পরিণত হয়। স্পেনে এত বড় ভোজ আগে কখনো অনুষ্ঠিত হয়নি। বিপুলসংখ্যক প্রবাসী এতে যোগ দেন। সর্বস্তরের প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। সন্ধ্যা ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এই মেজবান। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment