স্পেনের মাদ্রিদে চট্টগ্রামবাসীর উদ্যোগে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মেজবান। মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবানকে ঘিরে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির সবাই বেশ উৎসুক ছিলেন। শুধু বাংলাদেশি নয় কিছু বিদেশিও এ ব্যাপারে বেশ আগ্রহ দেখান। বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ ও মিলনমেলায় পরিণত হয়।
স্পেনে এত বড় ভোজ আগে কখনো অনুষ্ঠিত হয়নি। বিপুলসংখ্যক প্রবাসী এতে যোগ দেন। সর্বস্তরের প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। সন্ধ্যা ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এই মেজবান।
 মেজবানের শুরুতে রীতি অনুযায়ী সুরা ফাতেহা পাঠ ও পরে সংক্ষিপ্ত মোনাজাত করা হয়। মেজবান নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন কাজি এনায়েতুল করিম, দুলাল সাফা, সেলিম, দিপু, পারভেজ, লোকমান, সারওয়ার, জয়নাল, করিম, দিকু ও মাসুদ প্রমুখ।
 তারা বলেন, বিদেশি সংস্কৃতির ভিড়ে আমাদের নিজস্ব সংস্কৃতি লালন করার প্রয়াসে এই উদ্যোগ। আয়োজকেরা প্রতি বছর এই ধরনের মেজবান করার আশা ব্যক্ত করেন। চট্টগ্রামে এই ধরনের মেজবান হরহামেশা হলেও বিদেশের মাটিতে বিশেষ করে ইউরোপে তা খুব কমই দেখা যায়। ইচ্ছে থাকলেও ব্যস্ততা ও রান্নার সমস্যার কারণে আয়োজন করা সম্ভব হয় না। সব ধরনের প্রতিকূলতাকে ছাপিয়ে মাদ্রিদের চট্টগ্রামবাসী তাদের ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরার চেষ্টা করেছেন।

|
No comments:
Post a Comment