Sunday, July 17, 2016

গ্রিস থেকে ধরে আনা হল ৮ তুর্কি সেনাকে

গ্রিসে পালিয়ে যাওয়া আট সেনা সদস্যকে শনিবার মধ্যরাতে আটক করে নিয়ে এসেছে তুরস্ক।

সেনা অভ্যুত্থান ব্যর্থ হলে ওই সেনা সদস্যরা একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে গ্রিসে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। খবর আনাদোলু সংবাদ সংস্থার।

তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা আরো দুটি হেলিকপ্টারে করে গ্রিসে গিয়ে শনিবার রাত সাড়ে ১১টায় পালিয়ে যাওয়া সেনা সদস্যদের আটক করে নিয়ে আসে। এদের মধ্যে একজন কর্নেলও ছিলেন।

গ্রিসের পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে একটি হেলিকপ্টারে করে ওই আট সেনা সীমান্তবর্তী আলেক্সান্দ্রোপিয়ায় অবতরণ করে।

অলগা গেরোভেসিলি নামে গ্রিস সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, শনিবার সকালে গ্রিসের আকাশসীমায় ঢুকে এসওএস বার্তা পাঠিয়ে তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণের অনুমতি চায়।

পরে তাদের গ্রেফতার করা হলে তারা গ্রিস সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী গ্রিসের পররাষ্ট্র মন্ত্রীকে তাদের ফিরিয়ে দেয়ার অনুরোধ করেন। শনিবার মধ্যরাতে তাদের তুরস্কে নিয়ে আসা হয়।

No comments:

Post a Comment