চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে গোল চত্বরের পাশে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহতের নাম মো.ফরহাদুল ইসলাম(২২) সে মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার নুরু আলমের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)মো.জহির জানান,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের গোল চত্বর এলাকায় ৪র্থ শ্রেণীর একটি ক্যান্টিনের কর্মচারী ফরহাদ। মাসুদ নামের আরেক কর্মচারী ছিল সেখানে।৬ মাস আগে তাকে বিদায় করে দিয়েছিল ক্যান্টিন কর্তৃপক্ষ। তিনি আরো বলেন,নিজেদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল থাকার কারণে ৬ মাস পর ক্যান্টিনে এসে মাসুদ ফরহাদকে ছুরিকাঘাত করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ পালিয়ে যাওয়াতে তাকে আটক করা যায়নি বলে জানান এস আই জহির। |
| Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
|---|---|
![]() | |
৩১ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
| ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
| জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
| আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
| ইশা | রাত ৮:১০ মিনিট |
| আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |


No comments:
Post a Comment